আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে রাজ্যের শাসক দলের সম্পর্ক নিয়ে কটাক্ষ করছে বিরোধী দলগুলি। এরই মধ্যে সন্দীপের প্রভাবশালী হওয়ার নতুন অভিযোগ উঠেছে।
আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে প্রভাবশালী, সে বিষয়ে কারও সন্দেহ ছিল না। কিন্তু তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা আস্থাভাজন, সে বিষয়ে এতদিন কিছু জানা যায়নি। এবার জানা গিয়েছে, সন্দীপের জন্মদিনে নিজের লেটারপ্যাডে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী। ২০২২ সালের ৩০ জুন সন্দীপের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা প্রকাশ্যে এসেছে। এই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, 'প্রিয় অধ্যাপক ঘোষ, আপনার জন্মদিনে আমার আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সব স্বপ্ন পূর্ণ হোক এবং আগামী দিনে আপনার জীবনে আরও খুশি, সাফল্য ও সুস্বাস্থ্য আসুক। আপনার পরিবারকেও শুভেচ্ছা জানাচ্ছি।' মুখ্যমন্ত্রী অল্প কয়েকজন ব্যক্তিকেই জন্মদিনে ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা পাঠান। তাঁদের অন্যতম সন্দীপ। ফলে ফের রাজ্য প্রশাসন ও শাসক দলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গিয়েছে।
সিবিআই-এর নজরে সন্দীপ
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে আড়াল করা এবং প্রমাণ লোপাটের চেষ্টা করার অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। তাঁকে টানা জেরা করে চলেছে সিবিআই। তাঁর পলিগ্রাফ টেস্ট হতে পারে বলে জানা গিয়েছে। তবে সন্দীপকে গ্রেফতার করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কেন্দ্রীয় তদন্তকারীরা সন্দীপের বিরুদ্ধে কোনও প্রমাণ পেয়েছেন কি না এখনও স্পষ্ট নয়।
স্বাস্থ্য ভবনে বিশেষ পদে সন্দীপ
আর জি কর মেডিক্যাল কলেজ থেকে সরে যাওয়ার দিনই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নতুন দায়িত্ব পান সন্দীপ। তাঁর এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। তবে তারপরেও সন্দীপকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে সরিয়ে স্বাস্থ্য ভবনে বিশেষ আধিকারিক পদে নিয়োগ করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আরজি কর হাসপাতাল-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! সিবিআই-এর হাতে এল দুর্দান্ত ক্লু
সেমিনার হলের বাইরে কাউকে পাহারায় বসিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করেছিল সঞ্জয়? বিস্ফোরক তথ্য হাতে পেল CBI