ছুটি না পেয়ে ঊর্ধ্বতন আধিকারিককে ছুরি নিয়ে আক্রমণ! গ্রেফতার সরকারি কর্মী

Published : Feb 06, 2025, 02:53 PM ISTUpdated : Feb 06, 2025, 03:29 PM IST
Attacker

সংক্ষিপ্ত

বেসরকারি সংস্থায় কাজের সময় নিয়ে যখন দেশজুড়ে চর্চা চলছে, তখন এক সরকারি কর্মী ছুটি পাচ্ছেন না বলে খেপে উঠে দফতরের মধ্যে ছুরি নিয়ে তাণ্ডব চালালেন।

আবেদন করার পরেও ছুটি পাননি। এই নিয়ে ক্ষোভ বাড়ছিল। সেই ক্ষোভ থেকেই মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেললেন এক সরকারি কর্মী। বৃহস্পতিবার নিউটাউনে কারিগরি ভবনে টেকনিক্যাল এডুকেশন দফতরে ছুরি নিয়ে সহকর্মীদের উপর হামলা চালালেন এক কর্মী। তিনি ছুরি নিয়ে প্রথমে ঊর্ধ্বতন আধিকারিককে আক্রমণ করেন। তখন আহত আধিকারিককে বাঁচাতে ছুটে যান সহকর্মীরা। তখন তাঁদের উপরেও ছুরি নিয়ে হামলা চালান ওই কর্মী। ফলে আরও একাধিক কর্মী আহত হন। সহকর্মীদের রক্তাক্ত করে দেওয়ার পর দফতর থেকে বেরিয়ে যান ওই সরকারি কর্মী। তাঁর ডান হাতে ছিল রক্তমাখা ছুরি এবং অন্য হাতে ছিল একটি ব্যাগ। তিনি নিউটাউনের রাস্তায় ছুরি হাতে হনহন করে হাঁটতে থাকেন। তাঁকে ধরার জন্য ছুটে যান পুলিশকর্মীরা। তাঁরা ছুরি ফেলে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। ওই ব্যক্তিকে মাথা ঠান্ডা করারও অনুরোধ করেন পুলিশকর্মীরা। ওই ব্যক্তি বলেন, তাঁর মাথা ঠান্ডা আছে। শেষপর্যন্ত এই সরকারি কর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাঁকে টেকনোসিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর নাম অমিত কুমার সরকার। তাঁকে থানায় জেরা করা হচ্ছে। তাঁর মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। আহত সরকারি কর্মীদের নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। কারও আঘাত গুরুতর নয় বলেই আশা করা হচ্ছে।

হঠাৎ কেন এই কাণ্ড?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি জানিয়েছেন, তিনি ছুটির আবেদন জানালেও, ঊর্ধ্বতন আধিকারিক ইচ্ছাকৃতভাবে সেই ফাইল আটকে দেন। এই রাগেই তিনি হামলা চালিয়েছেন। ধৃতের মানসিক সমস্যা আছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। তবে দফতরে তাঁর সহকর্মীরা উত্যক্ত বা হেনস্থা করতেন কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। তবে যে কারণই হোক না কেন, ছুরি নিয়ে হামলা চালানো এবং রাস্তায় বেরিয়ে যাওয়া অপরাধ। ফলে ধৃত ব্যক্তি আইন অনুযায়ী শাস্তি পেতে পারেন।

স্থানীয় দোকানদাররা আতঙ্কে

নিউটাউনে বহু অফিস থাকার কারণে অনেক খাবারের দোকান রয়েছে। সেই দোকানদাররা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা জানিয়েছেন, হঠাৎ দেখতে পান, এক ব্যক্তি ছুরি নিয়ে ঘুরছেন। কেউ ভয়ে তাঁর কাছে যাননি। পুলিশকর্মীরাই গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ব্যাগ থেকে ছুরি বের করেই এলোপাথাড়ি কোপ! হাওড়া স্টেশনে কুপিয়ে খুন এক মহিলা

Delhi: ব্যঙ্গ করার প্রতিশোধ, দিল্লিতে প্রকাশ্য দিবালোকে ছুরি নিয়ে তরুণীর উপর হামলা

Delhi Murder: কেন ২০বার প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে ছিল সাহিল? দিল্লি খুনের রহস্যের জট খুলছে পুলিশ

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?