মেলেনি ঠিকঠাক ডিএ! এরপর ছুটিতেও কোপ বাংলার সরকারি কর্মীদের! বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

এবার ছুটিতেও কোপ! সরকারি ছুটির ফাঁদে পড়ে শেষ হচ্ছে অর্থবর্ষ! ইতিমধ্যেই নবান্ন থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করে অর্থ দফতর জানিয়েছে শনিবারও হবে আর্থিক লেনদেন। সব মিলিয়ে ঘোর অসন্তোষ রয়েছে সরকারি কর্মীদের (Government Employees) মধ্যে।

Parna Sengupta | Published : Mar 28, 2025 1:13 PM
114

ডিএ ইস্যুতে ক্ষোভ বাড়ছে রাজ্যের (Government of West Bengal) সরকারি কর্মীদের।

214

একদিকে চলছে আন্দোলন, অন্যদিকে সুপ্রিম কোর্টে সমানে পিছিয়ে যাচ্ছে শুনানি। সব মিলিয়ে ঘোর অসন্তোষ রয়েছে সরকারি কর্মীদের (Government Employees) মধ্যে।

314

এরই মধ্যে এবার ছুটিতেও কোপ! সরকারি ছুটির ফাঁদে পড়ে শেষ হচ্ছে অর্থবর্ষ! ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি।

414

বিজ্ঞপ্তি জারি করে অর্থ দফতর জানিয়েছে শনিবারও হবে আর্থিক লেনদেন।

514

কী বলা হল রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে? Government of West Bengal

গতকাল হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে সরকারি ছুটি ছিল।

614

আজ রাজ্য সরকারের সব দফতর খোলা রয়েছে। তবে শনি-রবিবারের ছুটির সঙ্গে সোম ও মঙ্গলবার ইদের ছুটি দেওয়া হয়েছে।

714

তাই চলতি অর্থবর্ষের যাবতীয় কাজ শেষ করতে হবে। তার জন্য শনিবারেও কাজ করতে হবে বলে জানিয়ে দেওয়া হল।

814

বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।

914

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ ২৯ মার্চ করতে হবে।

1014

তবে এ নতুন কিছু নয়, অর্থবছরের শেষ দিন হলিডে অর্থাৎ শনিবার, রবিবার পড়লে বিভিন্ন দফতরের অর্থ বিভাগগুলিকে অতিরিক্ত কাজ করতেই হয়। এবারেও তাই হচ্ছে।

1114

বিগত কয়েক বছরে অনলাইনে যাবতীয় আর্থিক লেনদেনের বন্দোবস্ত করেছে রাজ্য। আর্থিক লেনদেনের বিষয়টিও অনলাইনে মিটিয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে।

1214

জানিয়ে রাখি, ৩১ মার্চ রাত বারোটা পর্যন্ত অনলাইনে এই আর্থিক লেনদেন সংক্রান্ত কাজকর্ম করা যাবে।

1314

অফলাইনের ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। শুক্রবার বিকেল চারটের মধ্যে আর্থিক সংক্রান্ত বিষয়ের যাবতীয় কাজকর্ম সেরে ফেলার কথা জানিয়েছে অর্থ দপ্তর।

1414

বলা হয়েছে, অফলাইনে যার আর্থিক কাজের দায়িত্বে রয়েছেন তাদের শুক্রবার বিকেলের মধ্যেই নিজেদের দায়িত্বে থাকা আর্থিক বিষয়ক কাজকর্ম শেষ করতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos