মিলবে গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে চাকরির সুযোগ, বিরাট পদক্ষেপ নবান্নের, চালু হচ্ছে নয়া শিক্ষা ব্যবস্থা

তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়ারা আইআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সুযোগ পেতে পারে সেই কারণে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। শীঘ্রই গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে চাকরির সুযোগ পাবেন কর্মীরা। সব সময়ই সরকারি চাকরির প্রতি আগ্রহ থাকে ছাত্র-ছাত্রীদের। দীর্ঘদিন ধরে প্রচেষ্টার পর মেনে একটি চাকরি। কখনও বা তাও মেলে না। এবার সরকারি চাকরির প্রতি ইচ্ছুক প্রার্থীদের বিস্তর সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে চাকরির সুযোগ দেবে রাজ্য সরকার। সে কারণে বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। এই ধরনের চাকরির ক্ষেত্রে যাতে নতুন প্রজন্ম উত্তীর্ণ হতে পারে সেই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। জানুয়ারি মাস থেকে শুরু হবে এই প্রশিক্ষণ। পাশাপাশি তফসিলি সম্প্রদায়ের পড়ুয়াদের সাহায্য করবে সরকার।

সূত্রের খবর, তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়ারা আইআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সুযোগ পেতে পারে সেই কারণে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে।

Latest Videos

আবেদনের পদ্ধতি

জানা গিয়েছে, কোনও পড়ুয়া একাদশ শ্রেণিতে উঠেই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

২০২৪ সালে জানুয়ারি থেকে শুরু হবে প্রথম ব্যাচ।

প্রায় দুই হাজার তফশিলি পড়ুয়া প্রতি বছর এই সুযোগ পাবেন। দু বছর টানা পড়ুয়ারা অভিজ্ঞ শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাবে।

এর আগে রাজ্যের উদ্যোগে প্রায় ২৮০০ জনের বেশি প্রশিক্ষণ দেওয়া হবে। ২২০০ পড়ুয়া উচ্চমাধ্যমিক পাশ করার পর সুযোগ পাহেন।

এই উদ্যোগ চালু হলে তফশিলি পড়ুয়াদের কাছে বিভিন্ন নামী শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার দরজা আরও সুগম হবে।

সে যাই হোক, এবার বিশেষ প্রশিক্ষণ চালু হচ্ছে। শীঘ্রই ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেরে। পড়াশোনার সুযোগ পাবেন একাধিক ছাত্রছাত্রীরা। মিলবে গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে চাকরি পাওয়ার সুযোগ করে দিতে চলেছে মমতা সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Housewife or Homemaker: 'কোনও ছুটি না নিয়ে ৩৬৫ দিন কাজ করেন গৃহবধূরা', প্রত্যেককে উপার্জনকারী হিসেবে দেখার রায় হাইকোর্টের

'একটু ডোজ দিয়েছি তাতেই তিড়িং বিড়িং, মোগাম্বো খুশ হুয়া' সজলকে পাল্টা দিলেন কুনাল

Share this article
click me!

Latest Videos

Rashifal Bangla : আজ আপনার ভাগ্য কি বলছে? রবিবারের সম্পূর্ণ রাশিফল, দেখুন | Astro | Bangla News
PM Modi Live : দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন সরাসরি
ষড়যন্ত্রের জন্ম বাংলাদেশেই! বিরাট সাজা দিল রানাঘাট আদালত, দেখুন | Ranaghat News | Bangladesh News
‘কেন্দ্রীয় সরকার একটা অপদার্থ’ Narendra Modi-র সরকারকে ধুয়ে দিলেন Sujan Chakraborty
৩০ দিন ঘরে নিখোঁজ ছেলে! জীবিত অবস্থায় ফিরিয়ে দাও...না হলে' কাতর আর্তি বাবার |North 24 Parganas News