নতুন বছরে রাজ্যের শিক্ষকদের বেতন বাড়াচ্ছে নবান্ন? বিশেষ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর

Published : Dec 30, 2025, 06:32 PM IST

বড় খবর রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য। নতুন বছরে নবান্নের তরফে কি ভালো খবর পেতে পারেন তাঁরা! বিশেষ সূত্রের খবর রাজ্যের শিক্ষকদের বেতন ও ইনক্রিমেন্ট নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। কবে বেতন বাড়বে বলে জানা গিয়েছে? রইল আপডেট

PREV
16

বছর শেষে শিক্ষকদের (Teachers) জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর (Education Department) তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এসএসসি ২০১৬-এর প্রার্থীদের জন্য।

26

এই বিজ্ঞপ্তি মূলত সেই সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের জন্য, যারা আদালতের নির্দেশে তাদের পুরনো কর্মস্থলে বা আগের বিদ্যালয়ে ফিরে যেতে চাইছেন।

36

বিজ্ঞপ্তিটি সেসব শিক্ষকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যাঁরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বা তার পরবর্তী সময়ে উচ্চতর পদে চাকরি পেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি বাতিল হওয়ায় আগের চাকরিতে ফিরে গিয়েছেন। বিজ্ঞপ্তিতে চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো বা পে-প্রটেকশন এবং পুরনো স্কুলে যোগদানের সময়সীমা বৃদ্ধির বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে, যা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

46

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা তাদের পুরনো কর্মস্থলে (প্রাথমিক বা মাধ্যমিক বা অন্যান্য) ফিরে যাবেন, তাদের চাকরির ক্ষেত্রে সমস্ত সুযোগ-সুবিধা বজায় থাকবে। শিক্ষকদের আশ্বস্ত করে বলা হয়েছে, পুরনো স্কুলে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় চাকরিতে কোনো ছেদ বা ‘ব্রেক ইন সার্ভিস’ হবে না। অর্থাৎ, চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে তাঁদের ক্ষেত্রে।

56

বলা হয়েছে, তারা বর্তমান চাকরিতে যে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছিলেন, তা পুরনো স্কুলে ফিরে গেলেও পাবেন। বেতন ও ইনক্রিমেন্ট সুরক্ষা বজায় থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল, যদি পুরনো কর্মস্থলে পদ ফাঁকা না থাকে, তবে প্রার্থীদের সুবিধার্থে প্রয়োজনে ‘সুপারনিউমেরারি পোস্ট’ বা অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

66

উল্লেখ্য, এর আগে শিক্ষা দপ্তর তরফে বলা হয়েছিল শিক্ষকদের চাকরির ক্ষেত্রে ‘সিনিয়রিটি’ (Seniority) অক্ষুণ্ণ থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তি যতদিন চাকরি করেছেন, সেই সময়কাল তাঁর চাকরির মেয়াদে যুক্ত থাকবে। সিনিয়রিটির সমস্ত সুবিধা পাওয়ার যোগ্য হবেন তিনি। বছর বছর নিয়ম মতো ইনক্রিমেন্টও মিলবে। মিলবে অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধাও।

Read more Photos on
click me!

Recommended Stories