বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা তাদের পুরনো কর্মস্থলে (প্রাথমিক বা মাধ্যমিক বা অন্যান্য) ফিরে যাবেন, তাদের চাকরির ক্ষেত্রে সমস্ত সুযোগ-সুবিধা বজায় থাকবে। শিক্ষকদের আশ্বস্ত করে বলা হয়েছে, পুরনো স্কুলে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় চাকরিতে কোনো ছেদ বা ‘ব্রেক ইন সার্ভিস’ হবে না। অর্থাৎ, চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে তাঁদের ক্ষেত্রে।