ভাইফোঁটার দিনে কেমন থাকবে আকাশের অবস্থা? আজ কি বৃষ্টি হতে পারে? বড় আপডেট

Published : Oct 23, 2025, 06:34 AM IST

ভাইফোঁটাতেও বৃষ্টি হবে? বৃহস্পতিবার অর্থাৎ আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আবহাওয়ার আগাম আপডেট। কারণ দুর্গাপুজোর পর কালীপুজোতেও দু-এক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তাই আকাশের মুখ ভার থাকার বা বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

PREV
17

বর্ষা বিদায় হয়েছে ঠিকই, তবে বৃষ্টির বিদায় হয়নি। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দুর্গাপুজোর পর কালীপুজোতেও দু-এক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ ভাইফোঁটা। তাহলে কি ভাইফোঁটাতেও বৃষ্টি হবে?

27

আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে বড় আপডেট। ফোঁটা দিতে না নিতে যাওয়ার আগে জেনে নিন আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া।

37

আলিপুরের আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। পরে এটি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল থেকেই আবহাওয়া বেশ শুষ্ক। ভাবছেন শীত এসে গেল? সেগুড়ে বালি।

47

শুক্রবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এই সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবার বৃষ্টি বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

57

আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে স্বস্তির বিষয় হল আজ ভাইফোঁটাতে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথাও। তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গে।

67

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা হলেও এর প্রভাবেই শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

77

আজ বৃহস্পতিবার বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে। এরপর শনি এবং রবিবারও এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়িও ভিজবে। সোমবার উত্তরবঙ্গের ৮ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে স্বল্প সময়ের জন্য।

Read more Photos on
click me!

Recommended Stories