অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্য়ায়। তারপরই তাঁকে NKDA-র চেয়ারম্যান করা হয়েছে। তারপরই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। এই অবস্থায় জল্পনা শুরু হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্য়ায়। তারপরই তাঁকে NKDA-র চেয়ারম্যান করা হয়েছে। তারপরই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। এই অবস্থায় জল্পনা শুরু হয়েছে।
25
বেহালা পশ্চিমে প্রার্থী শোভন?
বেহালা পশ্চিম কেন্দ্রে শোভন চট্টোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্য়েই সেখানে পড়েছে পোস্টার। অজন্তা সিনেমা হলের সামনে শোভোনের নামে পোস্টার পড়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে নয়। বেহালা নাগরিক মঞ্চের পক্ষ থেকেই পোস্টার দেওয়া হয়েছে। তাতে শোভনকে সক্রিয় করার জন্য অভিষেক ও মমতাকে ধন্যবাদও জানান হয়েছে।
35
তৃণমূলে সমীকারণ
তৃণমূলের অন্দরের খবর, ঘাসফুল শিবিরেও শোভন আর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সমীকরণ বদলাচ্ছে। পার্থ চট্টোপাধ্য়ায় দীর্ঘ দিন ধরেই জেলবন্দি। তারপর দলের সঙ্গে দূরত্বও তৈরি হয়েছে। সেই জায়গায় যাতে শোভন চট্টোপাধ্য়ায়কে দায়িত্ব দেওয়া হয় তার দাবি উঠছে তৃণমূল কংগ্রেসের নিচু তলায়।
পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির সম্ভাবনা রয়েছে ভোটের আগেই। তবে জেল থেকে মুক্তি পেলেই যে তাঁকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবেন এমনটা নয়। কারণ তৃণমূলের সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হয়েছে। দল তাঁকে বহিষ্কার করেছে। তাঁর সব পদও কেড়ে নিয়েছে। এই অবস্থায় পার্থর তুলনায় শোভন অনেকটাই এগিয়ে রয়েছে। তাঁকে মমতা আর অভিষেক দলে নিয়ে নিয়ে আসতে চেষ্টা করছে বলেও তৃণমূল সূত্রের খবর।
55
রত্না চট্টোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া
বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তিনি শোভেনের স্ত্রীও। তিনি অবশ্য শোভনের নামে পোস্টারকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, বেহালার সব তৃণমূল কর্মীরাই যে এটা চাইছে তেমনটা নয়। তিনি বলেছেন দল যা সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। তবে এই বিষয়ে শোভন বা তাঁর সঙ্গী বৈশাখীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।