কবে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? ঘোষণা করা হল তারিখ, আচমকা নয়া আপডেট দিল মেট্রো রেল

যানজট এড়িয়ে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া এখন একেবারেই হাতের মুঠোয়। সৌজন্যে কলকাতা মেট্রো। এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট বন্ধ থাকতে চলেছে টানা আড়াই দিনের জন্য। কবে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? ঘোষণা করা হল তারিখ

Parna Sengupta | Published : Mar 4, 2025 10:22 AM
113

ইস্ট-ওয়েস্ট প্রকল্পে এখন একদিকে মেট্রো চলে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ।

213

এদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট বন্ধ থাকতে চলেছে। তাও কিনা টানা আড়াই দিনের জন্য! শুনে চমকে গেলেন তো?

413

কবে থেকে বন্ধ থাকবে পরিষেবা? আর কেনই বা বন্ধ থাকবে? সব খুঁটিনাটি জেনে নিন এখনই।

513

কলকাতা মেট্রো সূত্রে খবর, আগামী ৭ মার্চ শুক্রবার সন্ধে সাতটা থেকে সোমবার ১০ মার্চ সকাল সাতটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকতে পারে মেট্রো চলাচল।

613

আসলে এসপ্ল্যানেড-শিয়ালদা রুটে মেট্রো চালাতে জোরকদমে কাজ চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো চলতি বছরেই এই রুটে শুরু হতে পারে পরিষেবা।

713

মেট্রো রেলওয়ে কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর আসন্ন এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশটি পরিদর্শন শুরু করেছে ।

813

এদিকে, মেট্রো (Kolkata Metro) কর্তারা কিছু পরিবর্তন এনেছেন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনেও।

913

নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অনেক মেট্রোই যেত না কিন্তু সেই পরিষেবাও চালু হতে চলেছে। কিছু যেত দক্ষিণেশ্বর, কিছু থেমে যেত দমদমে।

1013

যাত্রীদের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল এবং প্রায় ১৮ মিনিট ধরে অপেক্ষা করতে হতো নোয়াপাড়া, বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পাবার জন্য।

1113

তবে সব ট্রেনই এখন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

1213

পাশাপাশি, সোম থেকে শুক্রবার নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর সারা দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর।

1313

মেট্রোর বিভিন্ন জায়গার সমস্যার সমাধান হওয়াতে যাত্রীদের সুবিধা হতে চলেছে যাতায়াতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos