KIFF 2022: 'বুম্বা দা কেন পিছনের সারিতে?' মমতাকে আক্রমণে এবার অমিত মালব্যর তীর 'প্রসেনজিৎ'

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে অমিত মালব্যর খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়কে। 'বাঙালি প্রতিভা বুম্ব দা কেন পিছনের সারিতে?' জানতে চাইলেন অমিত মালব্য।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। যার অধিকাংশ সাংস্কৃতিক নয়- বরং রাজনৈতিক। প্রথমে অব্যই অমিতাভ বচ্চনের সেন্সারসিপ মন্তব্য। দ্বিতীয় ক্ষেত্রে শুক্রবার বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য। যেখানে তিনি মিঠুন চক্রবর্তীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন আর বলেছেন তৃণমূলের জমানায় একটি রাজনৈতিক দলের ব্যক্তিরাই সবরকম সুবিধে ভোগ করে। বিরোধী হলেতে তাদের সঙ্গে বিমাতা সুলভ ব্যবহার করা হয়। এবার সেই প্রশ্নই তুলে দিলেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য । তাঁর প্রশ্ন উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের প্রতিভাবান অভিনেতা প্রসেনজিৎ কেন উদ্বোধন মঞ্চের পিছনের সারিতে থাকবেন?

অমিত মালব্য একটি টুইট করেছেন এদিন। সেখানে তিনি বলেছেন, 'নিজের হীনমন্যতা ছাড়া সফল বাঙালিদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘৃণার ব্যাখ্যা কী? তিনি শুধু সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানাননি এমনটা নয়। বরং বুম্বা দা নামে পরিচিত প্রতিভাবান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দ্বিতীয় সারিতে ঠেলে দিয়েছেন।' গোটা ঘটনাকে অমিত মালব্য অত্যান্ত অসম্মানজনক বলেও ব্যাখ্যা করেছেন।

Latest Videos

 

 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চান, স্ত্রী জয়া বচ্চন। এসেছিলেন রানি মুখোপাধ্য়ায়। সঙ্গীত শিল্পী কুমার শানুর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন অরিজিৎ সিং। কিন্তু মিঠুন চক্রবর্তীর অনুপস্থিতি রীতিমত নজর কেড়েছিল। যদিও শাহরুখ খানের সঙ্গে মিঠুনেক তুলনা হয় না। কারণ এখনও শাহরুখই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কিন্তু বাকিরা সকলেই হয় বাঙালি, নয় বাংলার সঙ্গে যোগাযোগ রয়েছে। কিন্তু মিঠুন চক্রবর্তী হয়ে বাঙালি এমনকি কলকাতার ছেলে হওয়েও মঞ্চে নেই। অথচ বছর কয়েক আগেও মিঠুনের উজ্জ্বল উপস্থিতি নজর কেড়ত। কিন্তু বর্তমানে মিঠুন তৃণমূলের বিরোধী বিজেপি শিবিরে রয়েছেন।

যাইহোক এবার আসি প্রসেনজিত। এই রাজ্যের সিনেমাপ্রেমীদের 'বুম্বাদা'। তাঁর থেকে অনেক জুনিয়ার রানী মুখোপাধ্যায়ের পিছনের সিটে স্থান পেয়েছিলেন তিনি। যে ছবি অমিত মালব্য পোস্ট করেছিলেন তাতেই দেখা যাচ্ছে। এক দিকে দেব। আর অন্যদিকে সিরায়াল অভিনেত্রী তৃণা। আর সামনের আসনে মমতার পাশেই শাহরুখ খান । তারপরই রানী মুখোপাধ্যায়। অনেক দর্শকেরই মনে থাকবে রানী মুখোপাধ্যায়ের প্রথম ছবি কিন্তু প্রসেনজিতের বিপরীতে। তখনও মুম্বইতে পা রাখেননি রানী। অর্থাৎ প্রসেনজিতের সিনিয়ার। বর্তমানে রানী বলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা প্রথম সারির প্রযোজক আদিত্য চোপড়ার স্ত্রী। কিন্তু অভিজ্ঞতায় প্রসেনজিতের থেকে পিছিয়ে। তারপরেই প্রসেনজিতের আগেই বসেছিলেন তিনি।

এই প্রশ্নই তুলে দিয়েছেন অমিত মালব্য। টলিউডের গুঞ্জন- প্রসেনজিৎ বাম আমলেও যেমন রাজনীতি থেকে দূরে থাকতেন মমতার আমলেও তেমনই রয়ে গেছেন। রাজনৈতিক মঞ্চে এখনও তাঁকে সেভাবে দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যের সম্পর্ক তাঁর। তৃণমূল বা বিজেপি কোনও শিবিরেই দেখা যায় না তাঁকে। আর সেই কারণেই কি কলকাতা চলচ্চিত্ব উৎসবে বাঙালির প্রিয় বুম্ব দা পিছনের সারিতে? প্রশ্ন তুলে দিলেন অমিত মালব্য।

আরও পড়ুনঃ

28 KIFF: মিঠুন চক্রবর্তীর অনুপস্থিতি নিয়ে মমতা সরকারের সমালোচনা দিলীপ ঘোষের, অমিতাভের মন্তব্যকে স্বাগত

বারান্দা থেকে দুধের শিশুকে ছুঁড়ে ফেলে দিল বাবা, দাম্পত্য বিবাদের জের বলে জানাল পুলিশ

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনই FIR নয়, কম্বলকাণ্ডে আবারও কলকাতা হাইকোর্ট ফেরাল রাজ্যকে

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury