এবারের দুর্গাপুজো মাটি করতে চলেছে বৃষ্টি? বিরাট বড় খবর দিল হাওয়া অফিস

শুক্রবার সারাদিনই ভোগাচ্ছে বৃষ্টি। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ইতিমধ্যেই প্লাবিত। এবার একমাত্র চিন্তা এবারের দুর্গাপুজোও বৃষ্টিতে ভাসবে কিনা। সেই নিয়ে আপডেট দিল হাওয়া অফিস।

Parna Sengupta | Published : Aug 2, 2024 7:25 PM
110

রোদের দেখা নেই। আকাশের মুখ সারাদিনই গোমড়া। দুই বঙ্গ মিলিয়েই কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি আপাতত ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে।

210

গত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে। এখন দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) ভালো রকমের বৃষ্টি চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমন আবহাওয়া থাকবে।

310

মৌসম ভবন অর্থাৎ আইএমডি আবহাওয়া সংক্রান্ত যে লেটেস্ট আপডেট দিয়েছে সেই লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে, আগস্ট মাসের শেষের দিকেই লা নিনার কারণে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। দুর্গাপুজোর আগে থেকে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে।

410

কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আবার কোন কোন জায়গায় যেমন বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকার পাশাপাশি গরমের দাপটও থাকবে।

510

মৌসম ভবন যা জানিয়েছে তাতে আগস্ট ও সেপ্টেম্বর মাসে দীর্ঘ বছরের পর বছর ধরে যে গড় বৃষ্টিপাত হয় তার থেকে ১০৬ শতাংশ (৪২২.৮ মিলিমিটার) বেশি বৃষ্টি হতে পারে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের অধিকাংশ এলাকাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

610

তবে আবার কোন কোন জায়গায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। যে সকল জায়গায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে সেই সকল জায়গাগুলি হল উত্তর-পূর্ব ভারত ও সংলগ্ন পূর্ব ভারত, মধ্য ভারতের একাংশ, কচ্ছ, লাদাখ ও সৌরাষ্ট্রের মতো এলাকায়।

710

চলতি বছর দুর্গাপুজোর মহাষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর। যে কারণে দুর্গাপুজোর সময়ও যে তুমুল বৃষ্টির সম্ভাবনা থাকবে না তা বলা যাচ্ছে না।

810

তবে যেহেতু এখনো দুর্গাপুজো আসতে প্রায় ৬৯ দিন বাকি রয়েছে, তাই এত আগে থেকে আবহাওয়ার আপডেট দেওয়া হওয়া অফিসের পক্ষে সম্ভব নয়।

910

হাওয়া অফিসের তরফ থেকে পরিস্থিতি কি দাঁড়ায় তা সময়ের পরিপ্রেক্ষিতে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে পুজোর আগেই এমন তুমুল বৃষ্টির পূর্বাভাসে ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।

1010

কেননা দুর্গাপুজোর উপর নির্ভর করে অনেকেই যেমন ব্যবসায়িক দিক থেকে মুনাফা লাভের তাকিয়ে থাকেন, সেই রকমই আবার পুজোর আগে অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি হলেও পুজোর আনন্দ মাটি হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos