সাত সকলে শহরে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ! আরজিকর কাণ্ডের মধ্যেই ফের নারীপত্তা নিয়ে প্রশ্ন রাজ্যে
ফের কলকাতার বুকে ভয়াবহ ঘটনা। ফের পাশবিক ভাবে নারী নির্যাতন শহর কলকাতায়। সাত সকালে আনন্দপুরে উদ্ধার মহিলার দেহ।
দেহ উদ্ধার হওয়া মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঝোপের ধার থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ। প্রাথমিক ভাবে পুলিশ অনুমান করছেন, কেউ মহিলাকে খুন করেই ফেলে রেখে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি।
গত ৯ অগাস্ট আরজিকর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। শনিবার সাংবাদিক বৈঠকে কর্মরত নারীদের সুরক্ষায় একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
নবান্নের এই বৈঠকে মহিলাদের যথা সম্ভব কম বনাইট ডিউটি দিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের তরফে বলা হয়েছে, " রাতে মহিলাদের কাজের সূচি এমন ভাবে নির্ধারণ করতে হবে যাদে তাঁরা দল বেঁধে কাজ করেন। এই তথ্য সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানু। তাদের মত রাতে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকার তাই মেয়েদের নাইট ডিউটি দিতে বন্ধ করা হয়েছে।
সরকার থেকে আরও জানানো হয়েছে, যে একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হবে। যেখানে অ্যালার্ম ডিভাইস থাকবে প্রত্যেক কর্মরত মহিলাকে তা ডাউনলোড করে রাখতে হবে। এই অ্যাপ স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে ।