'আমি খুব খুশি', দিল খোলা হেসে, মিষ্টি মুখে টপাটপ পুরল মাধ্যমিকে নবম হওয়া বিশ্বদীপ

মাধ্যমিকে ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান দখল করেছে ধূপগুড়ি বৈরতিগুরি হাইস্কুলের ছাত্র বিশ্বদীপ মন্ডল। এদিন সকালে সুখবর পৌছতেই খুশির বন্যা ধূপগুড়ির মন্ডল পরিবারে। বিশ্বদীপ এদিন বেশ হাসিখুশিভাবেই জানিয়েছে যে, এতদিনে চেষ্টা শেষ অবধি সফল হল। নবম শ্রেণি থেকেই খেটেছি। রেজাল্ট ভাল হবে এটাই ভেবেছিলাম। তবে স্থান পাব এটা ভাবিনি।

মাধ্যমিকে ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান দখল করেছে ধূপগুড়ি বৈরতিগুরি হাইস্কুলের ছাত্র বিশ্বদীপ মন্ডল। উল্লেখ্য,  মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এদিন সকাল ৯ নাগাদ নির্ধারিত সময় অনুযায়ী সাংবাদিক সম্মেলন শুরু করেন। আসতে শুরু করে একের পর এক ভাল খবর। চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে দুই জন। এই বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন বাঁকুড়ার অর্ণব ঘড়াই এবং বর্ধমানের রৌণক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯৩। তাঁদের থেকে মাত্র ৮ নম্বর কম পেয়ে  নবম স্থান দখল করেছে ধূপগুড়ি বৈরতিগুরি হাইস্কুলের ছাত্র বিশ্বদীপ মন্ডল। 

Latest Videos

এদিন সকালে সুখবর পৌছতেই খুশির বন্যা ধূপগুড়ির মন্ডল পরিবারে। বিশ্বদীপ এদিন বেশ হাসিখুশিভাবেই জানিয়েছে যে, এতদিনে চেষ্টা শেষ অবধি সফল হল। নবম শ্রেণি থেকেই খেটেছি। রেজাল্ট ভাল হবে এটাই ভেবেছিলাম। তবে স্থান পাব এটা ভাবিনি। বন্ধুবান্ধরা সকলেই সকাল থেকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে। বিশ্বদ্বীপ কতটা খুশি এই রেজাল্টে, প্রশ্নে দিল খোলা হাসি দিয়ে বলল , আমি অনেকটাই খুশি। ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে। আনা হল প্য়াকেটে করে মিষ্টি। ছেলের মুখে রসগোল্লা তুলে দিয়ে তবে শান্তি পেলেন  বিশ্বদীপের বাবা, মিষ্টি খাইয়ে দিল বোনও।

আরও পড়ুন, 'ডাক্তার হতে চাই', মাধ্যমিকে যুগ্ম প্রথম রৌনক সঙ্গীতেও সমান পারদর্শী

 প্রসঙ্গত, দীর্ঘ দুই বছর পর বাইশ সালে অফলাইন পরীক্ষা হয়েছে। চলতিবছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম নয়।  চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। সেই অনুযায়ী,  মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবছর চলতি মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। চলতি বছরে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। মাধ্যমিকের পাশের হারে দ্বিতীয় স্থানে কালিংপং।কালিংপংয়ে পাশের হার ৯৪ শতাংশের বেশি। কলকাতা, পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯৪ শতাংশের বেশি। পরীক্ষায় পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। 

আরও দেখুন, WBBSE Madhyamik Result 2022 Live: মাধ্যমিকে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, ফল জানতে রইল যাবতীয় ঠিকানা 

এদিন সকালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এদিন সকাল ৯ নাগাদ নির্ধারিত সময় অনুযায়ী সাংবাদিক সম্মেলন শুরু করেন। আসতে শুরু করে একের পর এক ভাল খবর। চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে দুই জন। এই বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন বাঁকুড়ার অর্ণব ঘড়াই এবং বর্ধমানের রৌণক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯৩। উল্লেখ্য,   এবছর রেজাল্ট জানতে সকাল ১০টা থেকে নজর রাখুন ওয়েব সাইটে।  ওয়েব সাইট গুলি হল, wbresults.nic.in, wbbse.wb.gov.in, exametc.com, results.shiksha, schools9.com, vidyavision.com, fastresult.in এই কয়টি ওয়েব সাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসে দেখতে পারেন রেজাল্ট। এক্ষেত্রে নির্দিষ্ট নম্বরে রোল নম্বর পাঠালেই হল। 5676750 নম্বরে WB10 লিখে স্পেশ দিন। তারপর Roll Number লিখুন। পাঠিয়ে দিন। এতে এসে যাবে পরীক্ষার রেজাল্ট। চাইলে অ্যাপের মাধ্যমে দেখতে পারেন রেজাল্ট। এক্ষেত্রে প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট ২০২২ অ্যাপটি ডাউনলোড করুন। জেনে যাবেন রেজাল্ট।  

আরও পড়ুন, 'কলেজ ফেস্টে আর বিলাসিতা নয়', কেকে-র অকাল মৃত্যুর পর টিএমসিপি-কে কড়া বার্তা তৃণমূলের

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari