কর্পোরেট বা বেসরকারি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলেই খুলবে নবান্নের দরজা চাকরির ক্ষেত্রে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

আধিকারিকের ঘাটতি মেটাতে অভনব সিদ্ধান্ত রাজ্য সরকারের। অবসরপ্রাপ্ত বা কর্পোরেট সেক্টরের অভিজ্ঞ লোকজন নিয়োগ করবে রাজ্য সরকার। এদিন প্রশাসনিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

Riya Dey | Published : Oct 25, 2021 11:26 AM IST / Updated: Oct 25 2021, 04:57 PM IST

অভিজ্ঞতার হাত বড় দূর। একথা আরো একবার প্রমাণিত হল। সরকারি ক্ষেত্রে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee। বর্তমানে সরকারি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে নানান জটিলতা।  সেই সমস্যা দূর করতেই সচিব নিয়োগের ভাবনা রাজ্য সরকারের। এই বিষয়ে শীঘ্রই মুখ্য সচিবকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আরও পড়ুন- ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল, চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী

প্রশাসনিক বৈঠকে বেসরকারি ক্ষেত্রে চাকরিরত অভিজ্ঞদের রাজ্যের সচিবালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেসরকারি সংস্থার (Corporate Organization) কৃতি ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরই  সচিবালয়ের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তিদের ও এক্ষেত্রে সুযোগ রয়েছে। এভাবেই একাধিক দপ্তরে আধিকারিক নিয়োগ করার কথা ভাবছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের অধীনেই কাজ করবেন তাঁরা।

আরও পড়ুন- ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ, মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

এর আগে কেন্দ্র ও বিভিন্ন দপ্তরে অবসরপ্রাপ্ত অথবা কর্পোরেট সংস্থার কৃতি কর্মীদের নিয়োগ করে। গোটা দেশের নিরিখে তাই এহেন সিদ্ধান্ত নতুন কিছুই নয়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) বলেন, “আমার লোক নেই। অফিসার লাগবে। তাই অবসরপ্রাপ্ত বা কর্পোরেট সেক্টরের (Corporate Sector) অভিজ্ঞ লোকজন নিয়োগ করবে সরকার।” প্রয়োজনে অবসরের সময়সীমা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। 
আরও পড়ুন- রাজ্যে হাজার ছুঁতে চলেছে করোনার দৈনিক সংক্রমণ, পুজোর পর কলকাতা নিয়ে বাড়ছে উদ্বেগ

 

Share this article
click me!