'১৪ দিন আরও চাই', হাঁসখালি গণধর্ষণকাণ্ডে আদালতে রিপোর্ট দিয়ে জানাল সিবিআই

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে তদন্তের অগ্রগতি আদালতে রিপোর্ট দিয়ে জানাল সিবিআই। এরই সঙ্গে হাঁসখালি গণধর্ষণকাণ্ডে বিজেপির পাঠানো অনুসন্ধান কমিটির বিরুদ্ধে নাবালিকার নাম প্রকাশ্যে আনার অভিযোগ উঠল আদালতে।  

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে তদন্তের অগ্রগতি আদালতে রিপোর্ট দিয়ে জানাল সিবিআই। এরই সঙ্গে হাঁসখালি গণধর্ষণকাণ্ডে বিজেপির পাঠানো অনুসন্ধান কমিটির বিরুদ্ধে নাবালিকার নাম প্রকাশ্যে আনার অভিযোগ উঠল আদালতে। এরপরেই বিচারপতি নির্দেশ দিয়েছেন, কোনওভাবেই নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা যাবে না। এদিন মুখবন্ধ খামে আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করে সিবিআই-র তরফে জানানো হয়, তদন্ত অনেকটা এগিয়ে গিয়েছে। তবে সিএপএসএল-র রিপোর্ট আরও ২ সপ্তাহ সময় লাগতে পারে। তাই আরও ২ সপ্তাহ সময় মঞ্জুর করা হোক। আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি।

সিবিআই-র পেশ করা রিপোর্টের তথ্য যেনও বাইরে না আসে, সেজন্য আদালতে আবেদন করেন মামলাকারীর আইনজীবী। তিনি জানিয়েছেন, এই মামলার দুই জন অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন। তথ্য প্রকাশ্যে এলে অভিযুক্তরা সতর্ক হয়ে যেতে পারে। অপরদিকে, হাঁসখালি গণধর্ষণকাণ্ডে বিজেপির পাঠানো অনুসন্ধান কমিটির বিরুদ্ধে নাবালিকার নাম প্রকাশ্যে আনার অভিযোগ তোলেন আদালতে এক আইনজীবী । সেই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি বলেন, যে কোনও ধর্ষণের মামলার নির্যাতিতার নাম প্রকাশ্যে আনলে তদন্ত প্রভাবিত হতে পারে। এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

Latest Videos

আরও পড়ুন, নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন প্রশান্ত কিশোর, সাতসকালেই বড় ইঙ্গিত পিকে-র টুইটে

এদিকে  হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালির বাবা তথা  তৃণমূল কংগ্রেস নেতা সমরেন্দ্র গয়ালিকে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট, প্রভাব কাটানো-সহ একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি হেফাজতে নেওয়া হয়েছে সমরেন্দুর বন্ধু পীযুষকেও। সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে, নির্যাতিতার দেহ দাহ করার সময় তাঁর বাবা শ্মশানে ছিলেন। মূল অভিযুক্ত ব্রজগোপাল এবং অন্য দুই ধৃত রঞ্জিত মল্লিক ওরফে লাদেন আর পোদ্দার জেরায় স্বীকার করেছে সমরেন্দুর ভূমিকার কথা। পাশাপাশি নির্যাতিতার ওই পরিবারকে হুমকি দেয় সমরেন্দু বলে অভিযোগ। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। ধৃতদের একসঙ্গে বসিয়ে জেরা করতে চাইছে সিবিআই।

আরও পড়ুন, মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, গ্রেফতার মত্ত তূণমূল নেতা, থানায় গিয়ে দিলেন টেনে ঘুম

প্রসঙ্গত, ৪ এপ্রিল রাতে জন্মদিনের পার্টিতে ডাকা হয়েছিল ওই নাবালিকাকে। এরপর জন্মদিনে ডেকে তাকে মদ্যপান করায় ব্রজগোপাল। এরপরেই সে এবং তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে। যৌন নির্যাতন এতটাই হয়েছিল যে, নির্যাতিতার গোপনাঙ্গ থেকে ব্যাপক রক্তপাত ঘটে। রক্তে ভিজে যায় অন্তর্বাস।  রাতে এক মহিলাকে দিয়ে নাবালিকা প্রেমিকাকে বাড়ি পাঠিয়ে দেয় সে। অভিযোগ এরপরেই অসুস্থ হয়ে পড়তে শুরু করে ওই নাবালিকা।  এদিকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় ব্রজগোপাল। এরপরেই অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয় ওই নাবালিকার।এদিকে নৃশংসঘটনা এখানেই শেষ হয়নি। অপরাধ ঢাকতে দেহ সৎকারে বাধ্য করে বজ্রগোপাল। তাই মাঝে কয়েকদিন কেউ কিছু জানতে পারেনি।  ঘটনার পরেই  হাঁসখালি থানায় নাবালিকার পরিবারের তরফে অভিযোগে জানানো হয়। মেয়ের মৃত্যুর পরে বুকে বন্দুক ঠেকিয়ে জোর করে দাহ করে দেওয়া হয়েছে বলে ভয়াবহ অভিযোগ ওঠে।প্রথমে বজ্রগোপাল এবং পরে তার বাবা তথা তৃণমূল কংগ্রেস নেতা সমরেন্দ্র গয়ালিকেও গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ।

আরও পড়ুন, ইদ উপলক্ষে 'দুয়ারে বিরিয়ানি থেকে কাবাব', এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই খাবার পাঠাবে রাজ্য

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী