কলকাতায় রাজ্য তৃণমূল রাজ্য কমিটির সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর। অনুষ্ঠানে তিনি সুব্রত বক্সির পাশে বসে ছিলেন। এই অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, অরূপ রায়সহ রাজ্যের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন।
তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছে রাজ্যের পুরসভা নির্বাচনের প্রথম থেকেই। সেই হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে অনেক তৃণমূল কংগ্রেস নেতাও বলতে শুরু করেছিলেন প্রশান্ত কিশোরের সঙ্গে সম্পর্কে ইতিটানতে চলছে তৃণমূল কংগ্রেস। নারী দিবসের অনুষ্ঠানে সেইসব জল্পনায় জলঢেলে এক মঞ্চেই উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও আইপ্যাক (I-PAC) সংস্থার প্রধান প্রশান্ত কিশোর। মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় রাজ্য তৃণমূল রাজ্য কমিটির সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর। অনুষ্ঠানে তিনি সুব্রত বক্সির পাশে বসে ছিলেন। এই অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, অরূপ রায়সহ রাজ্যের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ও আই-প্যাকের মধ্যে প্রাথমিক যোগাযোগ রাখার দায়িত্বে ছিলেন। গতবছর বাংলার বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর থেকেই একাধিক বিতর্ক সামনে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে এক ব্যক্তি এক পদ নীতির পক্ষে সওয়াল করেন । যা নিয়ে অস্বস্তি তৈরি হয় দলের নেতাদের একাংশের মধ্যে। ধীরে ধীরে সামনে আসে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ। যা আরও বাড়িয়ে দেয় পুরসভা নির্বাচন।
দলের একটা অংশের অভিযোগ প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক নিজেদের ইচ্ছেমত প্রার্থী তালিকা প্রকাশ করে। তারপরই সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়ের নাম সই করা তালিকা প্রকাশ করা হয়। যেখানে অনেক নামই ছিল না যা আইপ্যাকের তালিকায়। যদিও আইপ্যাক জানিয়েছিল তারা কোনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। যাইহোক তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। আবার নতুন করে প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক জোড়া লাগছে বলা যেতেই পারে।
অন্যদিকে প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী সুনীল কানুগোলুকে (Sunil Kanugolu)। প্রশান্ত কিশোরের এই প্রাক্তন সহযোগীকেই নির্বাচনী প্রচার ও পরিকল্পনার দায়িত্বে দিয়েছে বলেই কংগ্রেস সূত্রের খবর। আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে তিনি কাজ শুরু করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীন কংগ্রেস নেতা জানিয়েছেন, উপযুক্ত সময়েই এই দায়িত্ব উপযুক্ত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখেই তিনি কাজ করবেন।
সুনীল কানুগোলু প্রশান্ত কিশোরার দীর্ঘ দিনের সহযোগী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ব্লকব্লাস্টার প্রচার চালিয়েছিলেন তারই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। সেই সময়ই প্রসান্ত কিশোরের দলের অন্যতম কর্মকর্তা ছিলেন তিনি। সূত্রের খবর, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন। নিজের পরিকল্পনার কথা বিস্তারিত জানিয়েছিলেন। তারপরই তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তানের নতুন ষড়যন্ত্র, পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ড্রোনে করে মাদকের প্যাকেট পাচারের চেষ্টা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ আন্তর্জাতিক তেল বাজারে, ২০০৮কে ছাপিয়ে গেছে মূল্যবৃদ্ধি
জেলেনস্কির পর পুতিনের সঙ্গে কথা মোদীর, সুমির পড়ুয়াদের উদ্ধারে রুশ সহযোগিতার আশ্বাস