লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র এলাকা, পুলিশের গাড়ি ভাঙচুর-ইটবৃষ্টি

Published : Feb 13, 2021, 07:26 PM ISTUpdated : Feb 13, 2021, 07:28 PM IST
লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র এলাকা, পুলিশের গাড়ি ভাঙচুর-ইটবৃষ্টি

সংক্ষিপ্ত

লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘটনার জেরে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ

একটি পথ দুর্ঘটনা। এক বাইক আরোহীর মৃত্যু। এর প্রতিবাদ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় পুলিশ। উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়ে তারাও। শুধু তাই নয়, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন-বাড়ির সামনে BSF, নজরদারীর অভিযোগ তুলে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর চিঠি

ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়। জানাগেছে, শনিবার সন্ধ্যায় চাপড়ার তালুকহুদার বাসিন্দা জাহাঙ্গীর শেখ বাইক নিয়ে যাচ্ছিলেন। তালুকহুদা মোড়ে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে উঠার সময়ই দুর্ঘটনার মুখে পড়েন তিনি। সেই সময় করিমপুরের দিক থেকে আসা একটি ইট বোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-রাত পেরোলেই ভ্যালেনটাইন ডে, কম খরচে নৌকাবিহার, ঘুরে আসুন মিলেনিয়াম পার্ক হয়ে চন্দননগর


ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। চাপড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট মারে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। পরে চাপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।
-

PREV
click me!

Recommended Stories

'সেমিফাইনাল SIR, ৬০ লক্ষ বাদ'! উলুবেড়িয়ায় দাঁড়িয়ে ১ কোটি নোটিশের হুঁশিয়ারি শুভেন্দুর
'দাদা আপনি জনস্বাস্থ্যকে বিপন্ন করছেন'! ই-সাগারেট নিয়ে সংসদে TMC Vs BJP তরজা