ভেস্তে গেল ছিনতাইয়ের প্ল্যান, লাটাগুড়ির রাস্তায় যাত্রীদের হাতে ধরা পড়ল জ্যান্ত ভুত

ভ্রমণ যাত্রীদের জালে পড়ে জ্যান্ত ভুত,  লুটেরাদের পর্দা ফাঁস। গরুমারা জাতীয় উদ্যানের কাছে লাটাগুড়ির জঙ্গল রাস্তায় জ্যান্ত ভুতকে হাতেনাতে ধরল যাত্রীরা।

Asianet News Bangla | Published : Jul 12, 2021 3:38 AM IST / Updated: Jul 12 2021, 09:25 AM IST


ভ্রমণ যাত্রীদের জালে  পড়ে জ্যান্ত ভুতের পর্দা ফাঁস। উল্লেখ্য গরুমারা জাতীয় উদ্যানের কাছে লাটাগুড়ির জঙ্গল রাস্তায় জ্যান্ত ভুতকে হাতেনাতে ধরল যাত্রীরা। উল্লেখ্য, প্রায়শই এই রাস্তা ভয় দেখিয়ে গাড়ি থামনো হয় এবং লুঠপাঠ চালায় দুষ্কৃতিরা। তবে এবার আর রক্ষে হল না।  যাত্রীদের হাতেই ধরা পড়ল জ্য়ান্ত ভূত।

আরও পড়ুন, কোভিডে কমল একদিনের আক্রান্তের সংখ্যা, মৃত্যু শূন্য ১৬ জেলা, দেখুন ছবিতে-ছবিতে 

 গরুমারা জাতীয় উদ্যানের কাছে লাটাগুড়ির জঙ্গল রাস্তায় জ্যান্ত ভুতকে হাতেনাতে ধরল যাত্রীরা। সাধারণত এই রাস্তা দিয়ে রাতের বেলায় লোকজন তেমন চলা ফেরা করে না বললেই চলে। জঙ্গলের ভিতরের জন্তু-জানোয়ারের আওয়াজ এবং ঝিঝি পোকার ডাক মিলে এক অদ্ভুত পরিবেশ থাকে এই রাস্তায়। রাত বাড়লে সেই ফায়দাই তোলে দুষ্কৃতিরা।  লাটাগুড়ির জঙ্গল রাস্তায় সাদা শাড়ি পড়ে এক মহিলাকে মাঝেমধ্যেই রাত ৯ টার পর থেকে হেঁটে চলন্ত গাড়ির সামনে চলে আসতে দেখা যায়। মহিলাকে ভুত ভেবে গাড়ি স্লো করতেই চলে ছিনতাই। রবিবার রাত ৯ টায় লাটাগুড়ির রাস্তায় কয়েকজন  বাসিন্দা গাড়ি নিয়ে যাওয়ার সময় এই মহিলাকে দেখে নিজেরা ভয় না পেয়ে মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন। মহিলার পেছনে কয়েকজন দুষ্কৃতি ছিল তারা জঙ্গলে পালিয়ে যায়।

আরও পড়ুন, পুলিশ কর্তার মেয়ের অশ্লীল ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

অপরদিকে, লাটাগুড়ির জঙ্গল রাস্তায় জ্যান্ত ভুত ধরার পরার খবর ততক্ষণে ছড়িয়ে পড়েছে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ক্রান্তি থানার পুলিশ । সাদা শাড়ি পরা ওই মহিলাকে আটক করেছে পুলিশ। তবে কাঁদো কাঁদো চোখে তাঁকিয়ে জ্যান্ত ভুত। এমনটাও যে হতে পারে, কল্পনার অতীত ছিল বোধয়।

 আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

                                                                         

Share this article
click me!