লকডাউনের মাঝে দোকান খুলতেই খুন পোলট্রি ব্যবসায়ী, চাঞ্চল্য বসিরহাটে

Published : May 16, 2020, 03:30 PM ISTUpdated : May 16, 2020, 03:32 PM IST
লকডাউনের মাঝে দোকান খুলতেই খুন পোলট্রি ব্যবসায়ী, চাঞ্চল্য বসিরহাটে

সংক্ষিপ্ত

লকডাউনের মাঝে খুন বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের ঘটনাস্থলেই মারা যান তিনি আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

লকডাউনের মাঝে দোকান খোলাই কি কাল হল? দিনেদুপুরে খুন হয়ে গেলেন এক পোলট্রি ব্যবসায়ী। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার বসিরহাটে। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: ঢেউ-এর সঙ্গে ভেসে আসছে রাশি রাশি ফেনা, চাঞ্চল্য ছড়াল দিঘায়

মৃতের নাম শুভঙ্কর দাস। বসিরহাট শহরের কলেজপাড়া এলাকায় দোকান চালাতেন তিনি। দোকানটি স্থানীয় চাঁপাপুকুর রোডের উপর। শনিবার সকালে সাড়ে সাতটা নাগাদ দোকান খুলেছিলেন শুভঙ্কর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুক্ষণ পর বাইক চালিয়ে দোকানে হাজির হয় দু'জন দুষ্কৃতী। তাদের সঙ্গে পোলট্রি ব্যবসায়ী ওই যুবকের বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকাই দুষ্কৃতীরা গুলি চালিয়ে দেয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শুভঙ্কর। সাতসকালে এমন ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পুরসভায় জীবাণুনাশক সুড়ঙ্গে অনুব্রতের ছবি, বিতর্ক তুঙ্গে রামপুরহাটে

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দর খোলার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, চালু একাধিক নয়া বিধিনিষেধ

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় খুব একটা সুনাম ছিল না নিহতের। সমাজ বিরোধীদের সঙ্গেও মেলামেশা ছিল তাঁর। প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান, খুনিরা শুভঙ্করের পূর্ব পরিচিত। ওই যুবকের বিরুদ্ধে এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

PREV
click me!

Recommended Stories

BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান
Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর