‘আমার অপছন্দের কাজ করেছে অপু, বুবলী’, সরব শাকিব! মিথিলার মতে ‘অতিরিক্ত আত্মরতি’তে ভুগছে

Published : Oct 29, 2022, 03:44 PM IST
‘আমার অপছন্দের কাজ করেছে অপু, বুবলী’, সরব শাকিব! মিথিলার মতে ‘অতিরিক্ত আত্মরতি’তে ভুগছে

সংক্ষিপ্ত

বাংলাদেশের এক পত্রিকায় নায়িকা অপু বিশ্বাস এবং বুবলীকে নিয়ে মুখ খোলেন শাকিব। সে দেশের খবর অনুযায়ী, উভয়েই জনপ্রিয় নায়কের স্ত্রী।

অবশেষে মুখ খুললেন শাকিব খান! বুবলী বা অপু বিশ্বাস—কারওর সঙ্গেই যে তাঁর সম্পর্ক নেই, বাংলাদেশের সংবাদমাধ্যমে সে কথা স্পষ্ট করলেন। তাঁর প্রশ্ন, ‘‘আমার অপছন্দের কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়?’’ এখানেই আপত্তি রফিয়াত রশিদ মিথিলার। তাঁর কটাক্ষ, শাকিব নাকি ‘অতিরিক্ত আত্মরতি’তে ভুগছেন। তাঁর বক্তব্যে নাকি ‘বিষাক্ত পৌরুষত্ব’-র গন্ধ! শুক্রবার বাংলাদেশের এক পত্রিকায় নায়িকা অপু বিশ্বাস এবং বুবলীকে নিয়ে মুখ খোলেন শাকিব। সে দেশের খবর অনুযায়ী, উভয়েই জনপ্রিয় নায়কের স্ত্রী। প্রত্যেকে শাকিবের দুই ছেলের মা-ও। বিষয়টি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। কার সঙ্গে তা হলে থাকছেন শাকিব? প্রথম স্ত্রীর উপস্থিতিতেই কি দ্বিতীয় বিয়ে করেছেন? জল্পনা তাই নিয়েও। এ দিকে দিন কয়েক আগে অপুর সিঁথির সিঁদুর নতুন গুঞ্জন তৈরি করেছিল। নায়িকা কি ফের শাকিব-ঘরণী? নাকি জিনিও নতুন জীবন খুঁজে পেয়েছেন?— এমনই কৌতূহলে উত্তপ্ত দুই বাংলার সংবাদমাধ্যম। তখন চুপ ছিলেন শাকিব। সব থিতিয়ে গেলে তিনি মুখ খুলতেই ফের বিতর্ক শুরু। তাঁর বক্তব্যের ছোট্ট টুকরো ছবির আকারে ফেসবুকে দেন ব্রাকের কার্যনির্বাহী পরিচালক আসিফ সালেহ। সেই পোস্ট মিথিলা নিজের ফেসবুক পাতায় ভাগ করে নিয়েছেন। 

বাংলাদেশের সংবাদমাধ্যমকে কী বলেছেন অভিনেতা? প্রকাশিত টুকরো ঝলক অনুযায়ী তিনি বলেছেন, ‘‘আমার ইচ্ছে ছিল সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে, সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়?’’ মিথিলা শাকিবের বলা কথায় ‘আমি’, ‘আমার’, ‘আমাকে’ শব্দগুলোর নীচে লাল দাগ দিয়েছেন। যেখানে স্পষ্ট, শাকিব শুধুই নিজেকে নিয়ে ভাবছেন। তাঁর কোনও কথায় বুবলী বা অপুকে নিয়ে কোনও ভাবনা নেই। উল্টে তিনি তাঁদের উপরেই যাবতীয় দোষ চাপিয়ে দিয়েছেন। সাধারণত, নিজেকে অতিরিক্ত ভালবাসলে এই ধরনের কথা শোনা যায়। সারা কথায় অভিনেতা শুধুই ‘আমিত্ব’-এ ভরা। যেন, এক জন পুরুষ তাঁর দাবি ঘোষণা করছেন!

বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথমে অপু এবং পরে বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব। দুই নায়িকাই শাকিবের সন্তানের মা। প্রত্যেকের একটি করে পুত্রসন্তান। অপুর সন্তান কিশোর। বুবলীর সন্তান একেবারেই শিশু। শাকিবের সন্তানদের ভবিষ্যত কী? অভিনেতা মুখ খুলতেই এই প্রশ্নও আছড়ে পড়েছে ফেসবুকে। অপু এর আগে জানিয়েছেন, তিনি বরাবরই নিজের দায়িত্বে ছেলেকে মানুষ করছেন। সেই পথে কি বুবলীও হাঁটবেন? সময় সেই উত্তর দেবে। 

আরও পড়ুন-সহবাস করতে হবে বন্ধুর সঙ্গে, শরীরের দর হাঁকিয়েছিলেন স্বামী, ভয়ঙ্কর দিনের স্মৃতিচারণায় করিশ্মা

আরও পড়ুন-নগ্ন হয়ে সঙ্গমের দৃশ্যে পর্দায় ঝড়,কতটা সাহসী হতে হয়েছিল করিনাকে জানেন?

আরও পড়ুন-অর্ধনগ্ন শরীরে যৌনতায় ঝড় তুলতে গিয়ে আইনি জটে জড়ালেন উরফি, অভিযোগ দায়ের পুলিশে

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Issue : 'হুমায়ুন কবীরের এই বার্তা যথেষ্ট ভয়ানক, আর সরকার দেখছে!' সতর্ক করলেন শুভেন্দু
Babri Masjid Murshidabad : বাবরি মসজিদের জন্য কোথা থেকে আসছে এত টাকা? কী বললেন অধীর চৌধুরী?