মঙ্গলবার বিকেলে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি একাধিক শিশু, অজানা জ্বরের থাবা এবার উত্তর দিনাজপুরে

মঙ্গলবার রাতে বেশ কয়েকজন শিশুর জ্বর থাকায় তাদের মেডিকেলের এমারজেন্সিতে নিয়ে আসা হয়। পরে তাদের শিশু বিভাগে ভর্তি করা হয়। 

অজানা জ্বরের থাবা এবার উত্তর দিনাজপুরে। কয়েকদিন ধরেই রায়গঞ্জ মেডিকেলে জ্বর সহ আরও কিছু উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বেশ কয়েকজন শিশু। মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়ে গিয়েছে। 
 
মঙ্গলবার রাতে বেশ কয়েকজন শিশুর জ্বর থাকায় তাদের মেডিকেলের এমারজেন্সিতে নিয়ে আসা হয়। পরে তাদের শিশু বিভাগে ভর্তি করা হয়। মেডিকেল কলেজ সূত্রে খবর, প্রতি ৬ জন শিশুর মধ্যে একজনের জ্বর ও পেট ব্যথার সমস্যা রয়েছে। 

Latest Videos

আরও পড়ুন- টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ফের ভাঙন, চোখের সামনে তলিয়ে গেল একাধিক বাড়ি-জমি

রায়গঞ্জ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, এমন উপসর্গ নিয়ে মঙ্গলবার বিকেলে আরও কয়েকজন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আগের দিনগুলির তুলনায় মঙ্গলবার বিকেলে সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই জ্বরে আক্রান্ত হয়ে প্রায় প্রায় ১৬ জন মেডিকেলে চিকিৎসাধীন। তবে এই জ্বর আসলে কী কারণে হচ্ছে তা জানা যায়নি। 

আরও পড়ুন- অজানা জ্বরের থাবা বালুরঘাটে, হাসপাতালগুলির বহির্বিভাগে সন্তানকে সঙ্গে নিয়ে ভিড় অভিভাবকদের

আরও পড়ুন- ভবানীপুরের গুরুদ্বারে জনসংযোগে ‘ঘরের মেয়ে’, কৃষকদের আন্দোলনে পাশে থাকার আশ্বাস মমতার

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ ব্লক সহ দক্ষিণ দিনাজপুরেরও বেশ কয়েকটি গ্রামাঞ্চলে জ্বরে আক্রান্ত হয়ে শিশুরা চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিকেলে। আচমকা এই অজানা জ্বর নিয়ে এত শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তবে ওই হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের শারিরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো আছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। 

TMC Leader Firhad Hakim starts campaign for Mamata Banerjee on Bhabanipur By Election 2021 RTB

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News