শিলিগুড়িতে তৃণমূল বা বিজেপি ক্ষমতায় এলে মেয়র নিয়ে চলবে টানাপোড়েন, তোপ অশোকের

গত মঙ্গলবার শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে তৃণমূলের তরফে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করে বলেন শিলিগুড়ির জন্য গত পুরবোর্ড কিছুই করেনি।

শিলিগুড়িতে তৃণমূল বা বিজেপি বোর্ড দখল করলে পাঁচ বছরে পর্যায়ক্রমে প্রতি বছর মেয়রের পরিবর্তন করতে হবে বলে দাবী করলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুরনির্বাচনে প্রার্থীদের হয়ে ভোট প্রচারে শেষ মুহূর্তের প্রচারে শিলিগুড়িতে আসেন তৃণমূল ও বিজেপির রাজ্য নেতৃত্ব।  প্রত্যেকেরই শিলিগুড়িতে এসে আক্রমনের বিষয়বস্তু ছিল বামেরা। মঙ্গলবার শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে তৃণমূলের তরফে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করে বলেন শিলিগুড়ির জন্য গত পুরবোর্ড কিছুই করেনি।

সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বুধবার জেলা কার্যালয় অনীল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে ফের সরব হন অশোক ভট্টাচার্য। পাশাপাশি তার আরও অভিযোগ বিগত আটমাস ধরে তৃণমূলের প্রশাসকমন্ডলী তেমন কোনো কাজ না করলেও নমাসে গরীবের সমস্ত ভাতা বন্ধ করে দিয়েছে।  পৌরসভাকে একটা সরকারি দপ্তরে পরিনত করেছে। এটা নাগরিকদের সংস্থা নেই। 

Latest Videos

তার আরও অভিযোগ "যেভাবে তারা মারামারি করছে, টায়ার পোড়াচ্ছে, অফিস জালাচ্ছে।  ওরা পৌর কর্পোরেশনের একবার দখল করলে বছরে প্রতিবছর পর্যায়ক্রমে ওদের মেয়র চেঞ্জ হবে। তার দাবি, শিলিগুড়িতে আবার মানুষ বামফ্রন্টকে চায় আমি দায়িত্ব নিয়ে বলছি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমরাই এখানে পুরবোর্ড দখল করব৷" এদিকে শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন অশোক। বুধবার ওই ওয়ার্ড থেকেই ধামসা, মাদল বাজিয়ে বর্ণাঢ্য প্রচারযাত্রা শুরু করেন তিনি। সেখান থেকেই তৃণমূল-বিজেপি নেতাদের শিলিগুড়ি আগমন নিয়েও কটাক্ষবান শানান তিনি। তিনি বলেন ‘‘এখানে পুরভোটের প্রচারে অনেকেই আসছেন বাইরে থেকে। এদের পলিটিক্যাল টুরিস্ট বলা হয়।’’ এদিকে সম্প্রতি শিলিগুড়িতে তৃণমূলের তরফে প্রচারে গিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এমনকী শহরে বিজেপি-র প্রচারে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। এমতাবস্থায় অশোকের এই মন্তব্য নিয়েও জোর চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে।  

আরও পড়ুন- পদ্ম সমর্থকদের তাড়া করল তৃণমূল কর্মীরা, বিজেপি-তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা বনগাঁয়

আরও পড়ুন- বিজেপির মনোনয়নকে ঘিরে উত্তাল দিনহাটা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঠেকাতে লাঠিচার্জ পুলিশের

এদিকে এবারের শিলিগুড়ি পুরভোটে আবার কয়েকটি আসনে প্রার্থী দেয়নি বামফ্রন্ট। যারমধ্যে রয়েছে ১৬ নম্বর ওয়ার্ড। আর এই ওয়ার্ডেই কংগ্রেস প্রার্থী সুজয় ঘটকের সমর্থনে সম্প্রতি প্রচার করলেন ৬ অশোক ভট্টাচার্য ও দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার। সেই প্রচারে গিয়েও বিজেপি-তৃণমূলকে একযোগে তোপ দাগেন বাম নেতারা।  

আরও পড়ুন- একাধিক ওয়ার্ড বিরোধী শূন্য, নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখল তৃণমূলের

আরও পড়ুন- বস্তাবন্দি অবস্থায় উদ্ধার নাবালিকার অর্ধনগ্ন দেহ, শিলিগুড়িতে ধর্ষণ করে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী