অত্যন্ত মর্মান্তিক, বাবার চোখের সামনেই বাজ পড়ে মৃত্যু ছেলের

Published : Aug 13, 2021, 09:37 PM IST
অত্যন্ত মর্মান্তিক, বাবার চোখের সামনেই বাজ পড়ে মৃত্যু ছেলের

সংক্ষিপ্ত

বাবার সঙ্গে চাষের কাজ সেরে ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হল ছেলের। কিছুই করতে পারলেন না বাবা। 

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও জায়গাতে বৃষ্টি হয়েই চলেছে। বাদ যায়নি মুর্শিদাবাদও। সেখানেও শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। আর এই বৃষ্টিতে বাজ পড়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। চাষের কাজ সেরে বাবার সঙ্গে ফেরার সময় তাঁর মৃত্যু হয়।  

 

আরও পড়ুন- অশ্বত্থ পাতার বাঁশিতে হারিয়ে যাওয়া মেঠোসুর, পুরুলিয়ার অন্ধ শিল্পীর যাদুতে মজেছে নেটদুনিয়া

আরও পড়ুন- মুর্শিদাবাদের বড়ঞায় দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আটক ৩

মুর্শিদাবাদের লক্ষ্মীনারায়ণপুর এলাকার ঘটনা। মৃতের নাম মণিরুল শেখ। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা হিরু শেখের সঙ্গে নদীর জলে পাট জাগ দিয়ে বাড়ি ফিরছিলেন মণিরুল। বাবা ও ছেলে দু'জনেই নদীর মধ্যে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ বৃষ্টি নামে। তড়িঘড়ি নদী থেকে ওঠার চেষ্টা করছিলেন তাঁরা। ওই সময়ই বাজ পড়ে ঠিক মণিরুলের কাছেই। আর তাতেই ছটফট করতে করতে তার মৃত্যু হয়। ছেলের কষ্ট দেখেও তাকে বাঁচাতে পারেননি হিরু শেখ। তাঁর চোখের সামনেই মৃত্যু হয় ছেলের। 

আরও পড়ুন- ছোট ইলিশ ধরলে বাতিল হবে ট্রলারের রেজিস্ট্রেশন, পদক্ষেপ রাজ্য মৎস্য দফতরের

আরও পড়ুন- মুচিপাড়ায় ধুন্ধুমার, ফিল্মি কায়দায় বাড়ির দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুন- ব্রিটিশ আমলের শতাব্দী প্রাচীন বাঁচাতে পদক্ষেপ নবান্নের, বরাদ্দ হল পাঁচ কোটি টাকা

শুক্রবার সন্ধ্যায় এই খবর চাউর হতেই গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন হিরু শেখ। কাঁদতে কাঁদতে তিনি বলেন, "কয়েক মুহূর্তের মধ্যে চোখের সামনেই সবকিছু শেষ হয়ে গেল। আমার তরতাজা ছেলেটা চলে গেল। আমি কিছুই করতে পারলাম না।"

PREV
click me!

Recommended Stories

West Bengal SIR: পিছিয়ে যেতে পারে বিধানসভা নির্বাচন, রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন
ভিনরাজ্যে কাজে গিয়ে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু, একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে অথৈ জলে পরিবার