নিরাপত্তারক্ষীকে আটকে রেখে লুঠপাট, মেডিকেল কলেজে চাঞ্চল্য

 

  • নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে লুঠপাট চালাল দুষ্কৃতীরা
  • সিসিটিভির  সেই ফুটেজ দেখে আতঙ্কিত সবাই
  • ঘটনাটি ঘটেছে, বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল এ্যাণ্ড লাইফ সায়েন্সে
  • সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ 
     

Asianet News Bangla | Published : Dec 9, 2019 12:29 PM IST / Updated: Dec 09 2019, 06:06 PM IST

নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। সিসিটিভির  সেই ফুটেজ দেখে আতঙ্কিত সবাই। ঘটনাটি ঘটেছে, বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল এ্যাণ্ড লাইফ সায়েন্সে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সংসদে নতুন হওয়ায় নিয়ম জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী, সৌগতর মন্তব্যে উত্তাল সংসদ

জানা গেছে, পূর্ব বর্ধমানের গোলাপবাগের বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল এ্যাণ্ড লাইফ সায়েন্সে রবিবার রাতে একদল দুষ্কৃতী লুটপাট চালায়। সেখানে থাকা সিসিটিভি গুলিকে ঘুরিয়ে দেয় দুষ্কৃতীরা। ‌নিরাপত্তারক্ষীকে একটি ঘরের মধ্যে আটকে রাখে।  তালা ভেঙে নগদ টাকা চুরি করে। এরপর তারা পালিয়ে যায়। 

কংগ্রেসকে শিক্ষা দিয়েছে কর্ণাটকের মানুষ, উপনির্বাচনে জিতে খোঁচা দিলেন মোদী

সিসিটিভির একটি তাদের চোখে না‌ পড়ায় সেটা সচল থাকে। তা দেখেই বোঝা গেছে যাবতীয় ঘটনা।  সেখানে দেখা যাচ্ছে, একজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে ঘোরাঘুরি করছে। সায়েন্স কেন্দ্রের অধ্যক্ষ মহম্মদ সাহাজাদ আনোয়ার জানান,  নগদ ৩৫ হাজার টাকা চুরি গেছে। বর্ধমান থানায় খবর দিলে পুলিশ গিয়ে সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখে। প্রাথমিক ভাবে মনে হয়েছে, টাকা ছাড়া অন্য কিছু জিনিস বা কাগজপত্র নেয়নি তারা। সমস্ত বিষয়ে তদন্ত  তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this article
click me!