বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এনিয়ে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি নেতা কাশীনাথ বোস বলেন, "গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। উনি যে মন্তব্য করেছেন তা গ্রহণযোগ্যা নয়। আমরা উচ্চ নেতৃত্বদের সঙ্গে কথা বলে এনিয়ে প্রশাসনের দ্বারস্থ হব।"
বিতর্কিত কথা অব্যাহত রয়েছে তৃণমূলে (TMC)। সম্প্রতি বিতর্কিত কথা বলে শিরোনামে রয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমন (Kabir Suman)। আর এবার আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) বিজেপি ও সিপিএম (BJP and CPIM) ভোট চাইতে গেলে তাঁদের জুতোপেটা করার নিদান দিলেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের (Kharagpur) এক তৃণমূল নেতা (TMC Leader)। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। আর তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম ও বিজেপি দুই দলই।
তৃণমূলের ঘাটাল (Ghatal) সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুখোপাধ্যায় (Biswajit Mukherjee)। শনিবার খড়গপুর দু'নম্বর ব্লকের পরআড়া ৬/১ অঞ্চল বলরামপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ছিল। সেই সময় মঞ্চে বক্তব্য রাখার সময় জুতোপেটা করার নিদান দিয়েছিলেন তিনি। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনটা আপনাদের দেখতে হবে। যখনই বিজেপি বা সিপিএম আপনাদের বাড়িতে প্রচারে যাবে, আমি আপনাদের অনুরোধ করব, ওরা এলেই প্রদীপ জ্বালিয়ে গ্রহণ (বরণ) করবেন। থালার উপরে একটা জুতো রাখবেন। যখনই ভোটের কথা বলবে, তখনই ঠাঁই ঠাঁই করে জুতো দিয়ে মারবেন। জিজ্ঞাসা করবেন যে এত দিন কোথায় ছিলি? আমাদের বিপদে-আপদে এসেছিস?" এমনকী, বক্তব্য রাখার সময় গালিগালাজও করেন তিনি।
বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এনিয়ে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি নেতা কাশীনাথ বোস বলেন, "গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। উনি যে মন্তব্য করেছেন তা গ্রহণযোগ্যা নয়। আমরা উচ্চ নেতৃত্বদের সঙ্গে কথা বলে এনিয়ে প্রশাসনের দ্বারস্থ হব।"
আরও পড়ুন- রাজ্যের গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে সরানো হোক, সরাসরি রাষ্ট্রপতির কাছে আবেদন সুদীপের
এদিকে বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়ে গিয়েছে তৃণমূল। কারণ কয়েকদিন আগেই কবীর সুমন সাংবাদিকদের ফোনে গালিগালাজ করেছিলেন। তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। আর এবার জুতোপেটার নিদান দিলেন আরও এক তৃণমূল নেতা। এই মন্তব্যের প্রেক্ষিতে মাদপুরের বিধায়ক অজিত মাইতি বলেন, "বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের এমন মন্তব্য করা ঠিক হয়নি। এটা দল অনুমোদন করে না। তবে বিজেপি-র দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পালরা যে ভাষায় কথা বলেন, তাতে মানুষ চোখ, নাক, কান বন্ধ করে ফেলবেন। এই কথা বলে যে ভুল করেছে তা আমার কাছে সে স্বীকার করে নিয়েছে। ও দুঃখও প্রকাশ করেছে। ভবিষ্যতে যাতে সে এই ধরনের মন্তব্য না করে তার জন্য আমরা ওকে সতর্ক করেছি।"
আরও পড়ুন- ঘুরে বেড়াচ্ছে ট্রেন দুর্ঘটনায় মৃতদের আত্মা, দোহমনিতে 'ভুত'-আতঙ্ক