'প্রধানমন্ত্রী ৩ মাস আগে সব জানতেন, তাও কেন পড়ুয়াদের ফেরানো হয়নি', ইউক্রেন ইস্যুতে প্রশ্ন মমতার

'প্রধানমন্ত্রী তিনমাস আগে থেকে সব জানতেন। তাহলে কেন ফিরিয়ে আনার ব্যবস্থা করেননি', ইউক্রেনে থাকা ভারতীয় ছাত্রদের আটকে থাকার ইস্যুতে এদিন মোদীকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।   

'প্রধানমন্ত্রী তিনমাস আগে থেকে সব জানতেন। তাহলে কেন ফিরিয়ে আনার ব্যবস্থা করেননি', ইউক্রেনে থাকা ভারতীয় ছাত্রদের আটকে থাকার ইস্যুতে এদিন মোদীকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরপ্রদেশের ভোটপ্রচারের জন্য বারাণসীর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে এদিন তোপ দাগেন মমতা।

ইউক্রেনে থাকা ভারতীয় ছাত্রদের আটকে থাকার ইস্যুতে মমতার অভিযোগ, বিজেপির মন্ত্রীরা বড়বড় লেকচার ছাড়ছেন। কিন্তু দেশের প্রয়োজনে কাজের কাজ কিছু করছেন না। এদিন তিনি স্পষ্ট বলেন, দেশের প্রয়োজনে , কাউকে বাঁচানোর প্রয়োজনে আমাকে যদি যুদ্ধে যেতে হয়, তাহলে আমি যুদ্ধে যেতেও রাজি। এরপরেই সোজা প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী তিনমাস আগে থেকে সব জানতেন। তাহলে কেন ফিরিয়ে আনার ব্যবস্থা করেননি প্রধানমন্ত্রী। তাহলে তাঁদের বাঙ্কারে থাকতে হতো না। খাবারের জন্য কাঁদতে হতো না। মৃত্যুও হতো না।'

Latest Videos

আরও পড়ুন, কামারহাটিতে বিপুল ভোটে জয়ী মদন মিত্রের পুত্রবধূ, উচ্ছ্বাসে ভাসলেন মেঘনা মিত্র

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি বিদেশনীতি নিয়ে কথা বলতে চাই না। আমরা একসঙ্গে কাজ করতে চাই। কিন্তু কোথাও রাজনৈতিক ইচ্ছার অভাবে ভারতীয় পড়ুয়ারা সমস্যায় পড়ছে। সরকার যখন যুদ্ধ সম্পর্কে সব জানত, তাহলে কেন ভারতীয় পড়ুয়াদের ফেরানো হল না। এটা অবহেলা। আর অবহেলাটা অপরাধ।' প্রসঙ্গত, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে অপরেশন গঙ্গা নামক কর্মসূচি নিয়েছে মোদী সরকার। ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলিতে পাঠানো হয়েছে তিন মন্ত্রীকে। কিন্তু তবুও কেন্দ্রীয় সরকার উদ্য়োগ নিতে বড় দেরি করে ফেলেছে বলেই অভিযোগ মমতার। 

আরও পড়ুন, অনুব্রতগড়ে মাথা তুলল বাম, সবুজ ঝড়ের মাঝেই জয়ী হয়েছেন সঞ্জীব মল্লিক

এদিকে দেশে ইউক্রেনে আটকে যাওয়া ভারতীয় পড়ুয়াদের ফেরার খবর আসছে। তবে মঙ্গলবার বিদেশমন্ত্রকের একটি খবরে চোখ ভিজেছে সারা দেশের। রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানে  প্রথম প্রাণ হারিয়েছে কোনও ভারতীয়। মূলত খারকিভে সোমবার টানা শেলিং ও মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া । এই পরিস্থিতিতে খারকিভে উপস্থিত এক ভারতীয় ছাত্রের মিসাইলের আঘাতে  মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর ওই ছাত্রের নাম নবীন শেখরাপ্পা। তিনি খারকিভ জাতীয় মেডিকাল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়ছিলেন। ২২ বছর বয়েসী নবীনের সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। তিনি  স্টুডেন্ট কন্ট্রাক্টটর ছিলেন ।জানা গিয়েছে, তাঁরা কিছু জিনিস কিনতে দোকানে গিয়েছিলেন। তখনই রাশিয়ান সেনা মিসাইল হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবীন ও তাঁর বন্ধুর। 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral