অখিলেশের পাশে মমতা বন্দ্যোপাধ্য়ায়, ২ দিনের সফরে সোমবার সন্ধ্যায় উত্তর প্রদেশ পৌঁছাবেন তৃণমূল নেত্রী

Published : Feb 07, 2022, 12:09 PM IST
অখিলেশের পাশে মমতা বন্দ্যোপাধ্য়ায়, ২ দিনের সফরে সোমবার সন্ধ্যায় উত্তর প্রদেশ পৌঁছাবেন তৃণমূল নেত্রী

সংক্ষিপ্ত

মমতা বন্দ্যোপাধ্যায় ৭-৮ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের ভোট প্রচার করবেন অখিলেশ যাদবের হয়ে। ৮ ফেব্রুয়ারি অখিলেশ যাদবের  সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলনও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Elections 2022) অংশ নিচ্ছে না তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু সেখানে বিজেপির (BJP) প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টির (SP) হয়ে নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Leader Mamata Banerjee)। দুই দিনের নির্বাচনী সফরে সোমবার অর্থাৎ এদিন তিনি লক্ষ্মৌ পৌঁছাবেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় ৭-৮ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের ভোট প্রচার করবেন অখিলেশ যাদবের হয়ে। ৮ ফেব্রুয়ারি অখিলেশ যাদবের  সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলনও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভার্চুয়াল সমাবেশেও অংশ নেবেন তিনি। সূত্রের খরব সোমবার সন্ধ্যেবেলা তিনি লক্ষ্ণৌ পৌঁছাবেন। 

অখিলেশ যাবদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে  উত্তর প্রদেশ পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে বিশ্রাম নেবেন। দ্বিতীয় দিন অর্থাৎ ৮ ফেব্রুচারি দুপুরে সমাজবাদী পার্টির কার্যালয়ে একটি যৌথ সংবাদিক সম্মেলন করবেন তাঁরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির প্রার্থীদের প্রচুর পরিমাণে ভোট দেওয়ার আবেদন জানাবেন। সমাজবাদী পার্টির জাতীয় সহ সভাপতি কিরণময় নন্দর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রচারে যাবেন। লক্ষ্ণৌ থেকে একটি ভার্চুয়াল সমাবেশে অংশ নেবেন। 


মমতা বন্দ্যোপাধ্য়ায় আগেই জানিয়েছেন তাঁর দল উত্তর প্রদেশ নির্বাচনে লড়াই করবে না। তবে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তৃণমূল উত্তর প্রদেশে প্রার্থী দেবে। তিনি জানিয়েছেন অখিলেশ যাদবের হয়ে ভোট প্রচার করার জন্যই তিনি উত্তর প্রদেশ যাচ্ছে। এর আগে বাংলার বিধানসভা নির্বাচনের সময়ও অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। এই রাজ্যে তৃণমূলের পাশে থাকার কথা বলেছিলেন তিনি। তবে  অখিলেশ যাদব বাংলার ভোট প্রচারে আসেননি। 

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির বিরোধী রাজনৈতিক দল হিসেবে আসরে রয়েছে বিজেপি ও কংগ্রেস। বিজেপির তুলনায় এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর কংগ্রেস। যাইহোক উত্তর প্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আঞ্চলিক দল ও ছোট দলগুলিকে নিয়ে জাতীয় স্তরে জোট বার্তা দিতে পারেন। যা ২০২৪ সালের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। কংগ্রেসকে বাদ রেখেই জোট গড়়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন শুরু হবে। সাত দফায় হবে ভোট গ্রহণ। ফল প্রকাশ হবে আগামী ১০ মার্চ। 

টেলিফোনে লতা মঙ্গেশকরের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী, পুরনো ভিডিও ফেরাল মধুর স্মৃতি

ধর্ম সংসদের বিবৃতি হিন্দু শব্দ নয়, অবস্থান স্পষ্ট করলেন RRS প্রধান

উত্তর প্রদেশে ওয়াইসির কনভয়ে হামলা, সংসদে দুই কক্ষে বিবৃতি দেবেন অমিত শাহ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর