হোলিতে পুরী ও রক্সৌল ঘুরতে যেতে চান, স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

হোলির আগে হোলি স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আজ একটি বিশেষ নির্দেশিকায় রেলের তরফে একথা জানানো হয়েছে। রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোলির সময় যাত্রীদের চাপ কমানোর জন্যই পুরী ও রক্সৌল পর্যন্ত দুটি ট্রেন চালু করা হচ্ছে।

হোলির (Holi) আগে হোলি স্পেশাল ট্রেন (Holi Special Train) চালু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)। আজ একটি বিশেষ নির্দেশিকায় রেলের (Railway) তরফে একথা জানানো হয়েছে। রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোলির সময় যাত্রীদের চাপ কমানোর জন্যই পুরী (Puri) ও রক্সৌল (Raxaul) পর্যন্ত দুটি ট্রেন চালু করা হচ্ছে। হোলির সময় অনেক অফিসেই ছুটি থাকে। ফলে তখন যাত্রীদের (Passenger) চাপও থাকে অনেকটাই বেশি। তাই সেই চাপ কমাতে রেলের এই সিদ্ধান্ত।  

সেই অনুযায়ী, আগামী ১৭ মার্চ রাত ১১ টা ৫০ মিনিটে ছাড়বে ০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল (Kolkata-Puri Special), যা পৌঁছবে পরেরদিন সকাল ৯টা ৩৫ মিনিটে। পাশাপাশি ১৮ মার্চ দুপুর ২ নাগাদ ছাড়বে ০৩১০২ পুরী-কলকাতা স্পেশাল, যা হাওড়া পৌঁছবে রাত ১১টা ৪৫ মিনিটে। ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালাসর, ভদ্রক, কটক,ভুবনেশ্বর, খুর্দা রোডে থামবে। 

Latest Videos

আরও পড়ুন- হোলির আগে সুখবর, দেশভ্রমণ করতে চান, সুযোগ দিচ্ছে রেল

এছাড়া কলকাতা-রক্সৌল স্পেশাল ট্রেন ১৫ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে যাত্রা করে পরদিন দুপুর ১টা ৩৫ মিনিটে রক্সৌল পৌঁছবে। ওই দিন ০৩১৩৪ রক্সৌল-কলকাতা স্পেশাল রাত ৯ টা নাগাদ যাত্রা শুরু করে পরের দিন ১২টা ৩৫ মিনিটে কলকাতা ফিরবে। যাত্রাপথে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঁসিডি,ঝাঁঝা, কিউল, বারাউনি, ডালসিং সরাই, সমস্তিপুর, দারভাঙ্গা, কামটাউল, জনকপুর, রোড, সীতামারী, বাইরগানিয়া, ঘোরাসাহান স্টেশনে দাঁড়াবে। 

আরও পড়ুন- বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, খোঁজ মিলল না ট্র্যাভেল এজেন্সির কর্তাদের

০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল ও ০৩১৩৩ কলকাতা-রক্সৌল স্পেশাল উভয় ট্রেনের টিকিট ৮ মার্চ থেকে পাওয়া যাবে। বুকিং কাউন্টার ও অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে বলেই রেল সূত্রে খবর। এই ট্রেনটিতে এসি থ্রি টায়ার ও স্লিপার কোচ থাকবে। অতিরিক্ত বিশেষ ভারাতেই এই দুটি ট্রেন চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল। তবে এই দুটি ট্রেনে তৎকাল ও কোনও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে না।

আরও পড়ুন- পুর ভোটে বড় জয়, খুশিতে ৩৬ হাজার রসগোল্লা বিতরণ তৃণমূল কাউন্সিলরের

কয়েকদিন আগে হোলি স্পেশাল টুর প্যাকেজ (Holi Special Tor Package) ঘোষণা করেছিল ভারতীয় রেলের আইআরসিটিসি। ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য ভারতীয় রেলের এই বিশেষ সুবিধার মধ্যে রয়েছে এই বিশেষ টুর প্যাকেজ (Tour Package)। গ্রাহকদের জন্যে বড় ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। রেলের এই সংস্থার তরফে যে বিশেষ টুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম হোলি টুর প্যাকেজ। ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৯ দিন এই টুর প্যাকেজের সুবিধা পাবেন গ্রাহকরা। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury