সংক্ষিপ্ত

ভারতীয় রেল সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে দেশের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে বিশেষ টুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই স্থানের মধ্যে ভারতের প্রতিবেশী দেশ নেপালকেও রাখা হয়েছে।

হোলির আগে ফের নতুন চমক ভারতীয় রেলের (Indian Railway)। একের পর এক অভিনব উদ্যোগে রেল যাত্রীদের (Rail Passenger) মুখে এখন চওড়া হাসি। রেলের টিকিট (Rail Ticket) পরিষেবা থেকে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনা সহ যাত্রী পরিষেবায় সম্প্রতি বিভিন্ন রদবদল করেছে ভারতীয় রেল। সেই সঙ্গে ভারতীয় রেলের আইআরসিটিসির (IRCTC) নতুন পরিকল্পনা হোলি স্পেশাল টুর প্যাকেজ (Holi Special Tor Package)। ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য ভারতীয় রেলের এই বিশেষ সুবিধার মধ্যে রয়েছে এই বিশেষ টুর প্যাকেজ (Tour Package)। গ্রাহকদের জন্যে বড় ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। রেলের এই সংস্থার তরফে যে বিশেষ টুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম হোলি টুর প্যাকেজ। ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৯ দিন এই টুর প্যাকেজের সুবিধা পাবেন গ্রাহকরা। 

ভারতীয় রেল সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে দেশের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে বিশেষ টুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই স্থানের মধ্যে ভারতের প্রতিবেশী দেশ নেপালকেও (Nepal) রাখা হয়েছে। ট্রেনে করেই হোলি টুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবে নাগরিকরা। এই ধরনের নয়া উদ্যোগ গ্রহণের ফলে ভারতের ভ্রমণ পিপাসু নাগরিকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে। সেই সঙ্গে দেশ ঘোরার বাসনাও পূরণ হবে তাঁদের। ডুয়ার্স, গুজরাট,কেরালা ও নেপালকে এই ট্যুরের মধ্যে রাখা হয়েছে। 

আরও পড়ুন- বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, খোঁজ মিলল না ট্র্যাভেল এজেন্সির কর্তাদের

ভারতীয় রেলের তরফে আরও জানানো হয়েছে, এই টুর প্যাকেজে ডুয়ার্সের জন্য চার রাত ও ৫ দিন ধার্য করা হয়েছে। এই কয়েক দিনে ডুয়ার্সের লাটাগুড়ি-গরুমারা-সামসিং-সুনতেলেখোলা-মেধলা-খুনিয়া-ঝালঙ-বিন্দু-মূর্তি ঘোরার যাত্রা শুরু হবে চলতি মাসের ১৮ তারিখ থেকে। এতে যাত্রীদের মাথা পিছু ২৩ হাজার ৮৫০ টাকা খরচ হবে। এছাড়াও ২৫ তারিখের কেরালা যাত্রাতে মাথা পিছু ৩৮ হাজার ৯২৫ টাকা খরচ হবে যাত্রীদের। সাত রাত ও ৮ দিনের এই ভ্রমণে কেরালার কোচিন-মুন্নার-থেককাডি-অলেপ্পি-ত্রিবান্দম ঘুরতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন- “উনি নামেই যোগী, কিন্তু কর্মে ভোগী”, অখিলেশের প্রচারে ফের ঝড় তুলে বিজেপি তীব্র আক্রমণ মমতার

এর পাশাপাশি ১৫ তারিখে গুজরাটের আমেদাবাদ-স্ট্যাচু অফ ইউনিটি-গির-দ্বারকা-সোমনাথ-নাগেশ্বর-রাজকোট ঘুরে দেখতে পারবেন যাত্রীরা। তার জন্য ৬ রাত ও ৭ দিন ধার্য করা হয়েছে। এর জন্য যাত্রীদের খরচ হবে মাথা পিছু ৩০ হাজার ৭৫ টাকা। আর যদি কেউ নেপাল যেতে চান তাহলে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই প্যাকেজে। নেপাল যাত্রার দিন ধার্য করা হয়েছে ২৭ তারিখ। নেপালে ৭ রাত ও ৮ দিনের এই টুরে কাঠমান্ডু-পোখরা-চিতওয়ান ঘুরে আসতে খরচ হবে মাথা পিছু ২৮ হাজার ২৪৫ টাকা। রেলের এই যাবতীয় টুর সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে রেলের বিশেষ নম্বর ৯০০২০৪০০২০/ ৯০০২০৪০১২৬-এ ফোন করা যেতে পারে। এছাড়াও www.irctctourism.com থেকেও বিস্তারিতভাবে জানা যাবে। এছাড়াও রেলের কয়লাঘাটার অফিস থেকেও এর তথ্য মিলবে বলেই জানাচ্ছে রেল। সব টুর প্যাকেজের মধ্যে ফেরার বিমান খরচ, খাওয়া, ভালো হোটেলে থাকার ব্যবস্থা, বিভিন্ন স্থানের যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তবে সব প্যাকেজেই অতিরিক্ত জিএসটি বসবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন- নির্দলের বিজয় মিছিলে তৃণমূলের হামলা, পাল্টা নির্দলীদের বিরুদ্ধে পার্টি অফিসে হামলার অভিযোগ তৃণমূলের