তৃণমূলের হয়ে ফেসবুকে প্রচার চালাচ্ছেন খোদ পুলিশ আধিকারিক, পুরভোটের মুখে ব্যাপক চাঞ্চল্য বারাসাতে

অভিযুক্ত পুলিশ আধিকারিক আজ তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে তৃণমূলের দেওয়াল লিখনের বিভিন্ন ছবি শেয়ার করেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

শুভজিৎ পুতুতুন্ডু, প্রতিনিধি : শেষ বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে একাধিকবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। এবার রাজ্যজুড়ে পুরভোটের মুখে ফের রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে কাঠগড়ায় পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগ উঠেছে বারাসাত থানার পিসি পার্টির ওসি (সাদা পোশাকের পুলিশ ) রঞ্জিত সিং শাসক দল তৃণমূলের হয়ে প্রচার চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, অভিযুক্ত পুলিশ আধিকারিক আজ তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে তৃণমূলের দেওয়াল লিখনের বিভিন্ন ছবি শেয়ার করেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

বিরোধীদের অভিযোগ এই ঘটনা নতুন নয়। এর আগেও রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিকবার এই ধরণের অভিযোগ উঠলেও কোনও ক্ষেত্রেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন পুর নির্বাচনে বারাসাত পৌরসভায়  বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অশনি মুখোপাধ্যায় ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। অন্যদিকে তিনি আবার ২৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরও বটে। এদিকে ২৫ নম্বর ওয়ার্ড থেকে আবার এবার শাসক দলের টিকিটে লড়ছেন তাঁর স্ত্রী পম্পি মুখার্জি। এই দুজনের সমর্থনেই বর্তমানে বারাসাতারে বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন প্রক্রিয়া চলছে বারাসাতে। সেই দেওয়াল লিখনের ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্ক বাড়িয়েছে বারাসাত থানার এই পুলিশ আধিকারিক। 

Latest Videos

আরও পড়ুন-ভোটমুখী উত্তরপ্রদেশে দুর্নীতি ঠেকাতে তৎপর প্রশাসন, সরকারি কর্মকর্তাদের 'বাড়তি' আয়ে বিশেষ নজর


আরও পড়ুন- বস্তাবন্দি অবস্থায় উদ্ধার নাবালিকার অর্ধনগ্ন দেহ, শিলিগুড়িতে ধর্ষণ করে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য

এই পুলিশ আধিকারিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের সাফ দাবি, এই রকম পক্ষপাতদুষ্ট পুলিশ-প্রশাসন নিয়ে কীভাবে সম্ভব ভোটের আয়োজন? সূত্রের খবর এর আগে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করছিলেন বলে এই অভিযুক্ত পুলিশ কর্মীকে নির্বাচন কমিশন নোটিশ দেয়। যদিও তারপরেও তিনি একই কাজ করে চলায় স্বভাবতই ফের বাড়ছে উদ্বেগ। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র এই প্রসঙ্গে বলেন, "বিজেপি বারবার নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছে যে পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে না। এটা তারই প্রমান।" এই বিষয়ে বারাসাত থানার এসপি রাজনারায়ন মুখোপাধ্যায়কে ফোন করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।  

আরও পড়ুন-বাংলার মতো উত্তরপ্রদেশেও হারবে বিজেপি, অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগী ব্রিগেডকে আক্রমণ মমতার

আরও পড়ুন- উত্তরপ্রদেশেও 'খেলা হবে', বল হাতেই বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মমতার

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today