ঘূর্ণিঝড় অশনির জেরে প্রচুর জলীয়বাস্প প্রবেশের আশঙ্কা, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার সকালে শহরের আকাশ পরিষ্কার। হাওয়া অফিস  জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ কোনও প্রভাব নেই রাজ্যে, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

মঙ্গলবার সকালে শহরের আকাশ পরিষ্কার। হাওয়া অফিস (Alipur Weather Office) জানিয়েছে,   ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ কোনও প্রভাব নেই রাজ্যে। আগামী দু-দিন দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ৭ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়ার্স।

ঘূর্ণিঝড় অশনি

Latest Videos

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ কোনও প্রভাব নেই রাজ্যে। আগামী দু-দিন দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। একই থাকবে তাপমাত্রা। অশনি বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এই অতি গভীর নিম্নচাপ ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। উত্তরমুখী এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের নাম অশনি। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলংকা। ঘূর্ণিঝড়টি উত্তর দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এগোবে। সেখান থেকে উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে ঘূর্ণিঝড় অশনি আছড়ে পড়বে মায়ানমার উপকূলে। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় স্থলভাগ স্পর্শ করতে পারে। সময়ে গতিবেগ ৭৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মায়ানমারে স্থলভাগের ভেতর দিয়েই দক্ষিণ বাংলাদেশ পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়। তবে সেই সময়ের প্রভাব কমে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। 

আরও দেখুন, ৭০ থেকে ৯০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি', ১৩২ বছরে কখনও এরকম হয়নি

 মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, দুই জেলায় বৃষ্টি

হাওয়া অফিসের তরফে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। মঙ্গলবার আন্দামান সাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ।  সোম থেকে বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গল ও বুধবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।  পরিষ্কার আকাশ। বৃষ্টির  সম্ভাবনা নেই।  বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বা ২ ডিগ্রি বেশি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.৯ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।  সর্বনিম্ন ৩৩ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।  

আরও পড়ুন, IRCON Recruitment 2022- ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর নিয়োগ, আবেদনের শেষ দিন ১২ মার্চ

নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে

 রাজস্থান এবং মধ্যপ্রদেশে দুটি পৃথক ঘূর্ণাবর্ত হয়েছে। মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। ২৩ মার্চ বুধবার রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।  সব রাজ্যে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী চার পাঁচ দিন। তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। শুধুমাত্র আগামী 48 ঘণ্টায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। পশ্চিম রাজস্থান ও মধ্যপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও আগামীকাল থেকে দেশের আর কোথাও তাপ-প্রবাহের পরিস্থিতি থাকবে না। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্য জম্মু কাশ্মীর মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। বুধবার থেকে শুক্রবার এর মধ্যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে কেরালা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল অন্ধপ্রদেশের উপকূল অংশ এবং কর্ণাটক ও রায়েলসীমাতে। মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে। প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে বৃষ্টিপাতের পূর্বাভাস।

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari