অকাল বৃষ্টিতে ভিজবে এই ২ জেলা, সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চলের দোসর ঘূর্ণাবর্ত

Published : Nov 02, 2025, 07:34 PM IST

 নভেম্বর শুরু । কিন্তু এখনও শীতের দেখা নেই তেমনভাবে। এরই মধ্যে আলিপুর হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানিয়েছে বঙ্গোপগারে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল

PREV
16
আবার বৃষ্টির পূর্বাভাস

নভেম্বর শুরু । কিন্তু এখনও শীতের দেখা নেই তেমনভাবে। এরই মধ্যে আলিপুর হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানিয়েছে বঙ্গোপগারে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। দোসর ঘূর্ণাবর্ত। যার কারণে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

26
সপ্তাহের মধ্যভাগে বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের মধ্যেভাগে হতে পারে বৃষ্টি। উত্তাল হতে পারে সমুদ্র। তাই এখন থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

36
রবিবারের বুলেটিন

আলিপুরের হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। দোসর রয়েছে ঘূর্ণাবর্ত, যা সমু্দ্র থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। এর গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে।

46
বৃষ্টির পূর্বাভাস

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাই থাকবে শুকনো। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃষ্টি হতে পারে বুধ আর বৃহস্পতিবার। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তারপর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু নিম্নচাপ অঞ্চলের জন্য উত্তাল হবে সমুদ্র। ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

56
কলকাতার আবহাওয়া

এই সপ্তাহে কলকাতায় ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। আগামিকালও বৃষ্টির সম্ভাবনা নেই।

66
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় ঝ়়ড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী শনিবার পর্যন্ত উত্তরের সব জেলা শুষ্কই থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories