অসাবধানে কোনও একটা লিঙ্কে ক্লিক করে দিলেই সমূহ বিপদ! সাইবার জালিয়াতি কি রোখা যাবে?

Published : Feb 13, 2025, 01:40 AM IST
cyber crime

সংক্ষিপ্ত

দিকে দিকে যেন বেড়েই চলেছে সাইবার জালিয়াতি। 

আর সেই অচেনা লিঙ্কে ক্লিক করে ফেলেছিলেন রায়গঞ্জের মিলনপাড়ার গৃহবধূ নিবেদিতা সাহা। ঠিক তার কিছুক্ষণ পরেই মোবাইলে আরেকটি মেসেজ আসে। সেখান থেকে তিনি জানতে পারেন যে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা সোজা গায়েব।

কিন্তু তিনি একাই নন। এইভাবে অবিশ্বাস্য সূত্র থেকে ফোন, মেসেজ এবং ইমেইলের মাধ্যমে সাইবার অপরাধীদের পাতা ফাঁদে জড়িয়ে ব্যাঙ্কের গচ্ছিত টাকা নিমেষে হারিয়েছেন উত্তর দিনাজপুরের একাধিক ব্যক্তি। কর্ণজোড়া এবং ইসলামপুর সাইবার ক্রাইম থানায় প্রায়দিনই এইরকমই সব অভিযোগ জমা পড়ছে।

আর তাই সাইবার সচেতনতা তৈরির সঙ্গেই সাইবার অপরাধ প্রতিরোধ করতে এবং নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কর্ণজোড়ায় জেলা প্রশাসনের কার্যালয়ের বিবেকানন্দ সভাঘরে গত মঙ্গলবার ‘আন্তর্জাতিক সুরক্ষিত ইন্টারনেট দিবস’উদযাপিত হয়েছে।

এদিন এই বিশেষ কর্মশালার উদ্বোধন করেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। জেলা প্রশাসন এবং ডিআইসি আয়োজিত এই কর্মশালায় জাতীয় সূচক বিজ্ঞান কেন্দ্রের জেলা আধিকারিক (ডিআইসি) সঞ্জীবকুমার দে বলেন, “ক্রেডিট কার্ডে কোন সামগ্রী কিনতে ই-কর্মাসের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা ভীষণই জরুরি। সেক্ষেত্রে ই-কর্মাসের নাম করে আসা প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বহু গ্রাহক। আবার অনেকক্ষেত্রে ডিজিটাল গ্রেফতারির শিকার হচ্ছেন অনেকে। ফোন কিংবা মেসেজ, অথবা ইমেইল ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিশেষভাবে ওয়াকিবহাল না হওয়ায় প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই প্রতিরোধ করতে পার্সোনাল আইডেন্টিফিকেশন আধার কার্ড এবং ওটিপি সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। আর সেই কারণেই কর্মশালায় একাধিক কেস স্টাডি পরিবেশন করে সচেতন করা হয় অংশগ্রহণকারী তথা ইন্টারনেট ব্যবহারকারী বিভিন্ন সরকারি কর্মীদের।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'অযথা তাড়াহুড়ো করে করা হচ্ছে', এবার SIR নিয়ে প্রশ্ন তুললেন অমর্ত্য সেন
Suvendu Adhikari: আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু! পরিবারের পাশে দাঁড়িয়ে শাসক দলকে ধুয়ে দিলেন