Bidhan Sabha Election 2025: বিজেপির ৩৬ বিধায়ক যোগ দেবে তৃণমূলে! ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন ফিরহাদ হাকিম?

Bidhan Sabha Election 2025: বিজেপির ৩৬ বিধায়ক যোগ দেবে তৃণমূলে! ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন ফিরহাদ হাকিম?

২০২৫ এই বিধানসভা ভোট। তার আগেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমে গিয়েছে তৃণমূল-বিজেপি। এই ভোটেই নাকি "বিজেপি জিতবেই" বলে হুঙ্কার দিয়েছেন তাঁরা। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, " আগামী বছর পালাবদল হবেই। তৃণমূল আর ক্ষমতায় ফিরতে পারবে না"। এই কথারই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা মেয়র ফিরহাদ হাকিম।

বিজেপির ভাঙন নিয়ে সরাসরি মুখ খুলেছেন তিনি। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এবার বিজেপি আক্রমণ করে ফিরহাদ বলেন, " ওদের অনেকেই আসতে চাইছেন, এভাবে চলতে থাকলে একটা দিন হবে যেদিন আর শুভেন্দুর বিরোধী দলনেতা পদটাও থাকবে না। কারণ বিজেপির ওই মর্যাদাটাও আর থাকবে না"।

Latest Videos

২১ এর বিধানসভায় ৭৭টি আসনে জিতে ছিল বিজেপি। পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলের মর্যাতা পেতে ২৯৪টি আসনের মধ্যে কমপক্ষে ৩০টি আসন পেতেই হবে। এই বিধানসভায় ৩০টি আসনও জিতবে না বিজেপি বলে জানিয়েছেন ফিরহাদ। খুব তাড়াতাড়ি বিজেপির আরও ৩৬ জন বিধায়ক তৃণমূলে চলে আসতে পারেন বলে জানিয়েছেন মেয়র। কিন্তু এই ৩৬ জন বিধায়ক কারা? এই নিয়ে এখনও সরাসরি কিছু বলেননি মেয়র। তাই এই নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে উঠেছে।

তবে সব মিলিয়ে এই বিধানসভা নির্বাচন যে বঙ্গ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে তা এখন থেকেই বোঝা যাচ্ছে। আসন্ন বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নামতে চলেছে তৃণমূল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে এবার নতুন মুখও আনতে পারে এই কেন্দ্রীয় দল।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : কেন হিন্দুদের উপর বারবার আক্রমণ? সাঁইথিয়ার ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু
'গুজবের' জেরে জ্বলল নাগপুর! বিরাট অ্যাকশনে নামল পুলিশ | Nagpur Violence News Update | Maharastra
'রাম নবমীতে ক্ষমতা দেখাবে হিন্দুরা, পারলে আটকাবেন' খোলা চ্যালেঞ্জ Suvendu Adhikari | Ram Nabami 2025
Suvendu Adhikari: মিডিয়াতে বাইট দেওয়ার সময় পুলিশি বাঁধা, তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী
PM Modi : লোকসভায় মহাকুম্ভ নিয়ে বিরোধীদের মুখ বন্ধ করলেন নরেন্দ্র মোদী, দেখুন কী বলছেন