- Home
- West Bengal
- West Bengal News
- সপ্তম পে কমিশনের জল্পনার মাঝে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, এপ্রিলে মিলবে তিন মাসের এরিয়ার
সপ্তম পে কমিশনের জল্পনার মাঝে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, এপ্রিলে মিলবে তিন মাসের এরিয়ার
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে জল্পনার অবসান। পরিবহন দফতরের চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন বাড়ছে।জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হওয়ায় মার্চ মাস থেকে এরিয়ার সহ বেতন পাবেন কর্মীরা।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে ডিএ বৃদ্ধি- সব নিয়ে জল্পনার অন্ত নেই।
কদিন আগে দীর্ঘ জল্পনা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে।
দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ডিএ-র কথা। তবে, এই ঘোষণায় সেভাবে খুশি হননি কর্মীরা।
বর্তমানে চলছে সপ্তম পে কমিশনের জল্পনা। শোনা যাচ্ছে শীঘ্রই গঠিত হবে নয়া পে কমিশন।
মূল্যবৃদ্ধির কারণে প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। সেই নিরিখে ২০২৬ সালে সপ্তম পে কমিশনের গঠনের দিকে তাকিয়ে সকলে।
তবে, সপ্তম পে কমিশন নিয়ে এখনও নিশ্চুপ মমতা সরকার। সরকারি ভাবে জানানো হয়নি কিছুই।
এরই মাঝে প্রকাশ্যে এল নয়া খবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য এল বিরাট খবর। বেতন বাড়ছে কর্মীদের।
রাজ্য সরকারের পরিবহন দফতরের চুক্তি ভিত্তিক বাস চালকদের বেতন ১৩ হাজার ৫০০ থেকে বেড়ে হবে ১৬ হাজার।
জানুয়ারি থেকে বেড়েছে বেতন। এবার মার্চের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের এরিয়ার।
সব মিলিয়ে খুশির খবর কর্মীদের মাঝে।

