- Home
- West Bengal
- West Bengal News
- বঙ্গ বিজেপির সভাপতি কে? সমীক্ষকদের একগুচ্ছ রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী-অমিত শাহের
বঙ্গ বিজেপির সভাপতি কে? সমীক্ষকদের একগুচ্ছ রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী-অমিত শাহের
বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে- এই প্রশ্নের উত্তর রাজ্যের বিজেপি নেতাকর্মীদের পাশপশি খুঁজছে কেন্দ্রের নেতারাও।
- FB
- TW
- Linkdin
)
বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে?
বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে- এই প্রশ্নের উত্তর রাজ্যের বিজেপি নেতাকর্মীদের পাশপশি খুঁজছে কেন্দ্রের নেতারাও।
আলোচনায় একাধিক নাম
রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি নিয়ে আলোচনায় উঠে এসেছে একাধিক নাম। যার মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ,স্বপন দাশগুপ্ত- সহ একাধিক নাম। কিন্তু কোনটিতেই এখনও শিলমহর দেয়নি বিজেপি নেতৃত্ব।
সমীক্ষকদের গুরুত্ব
বঙ্গ বিজেপির সভাপতি বাছতে কেন্দ্রীয় নেতৃত্ব এবার সমীক্ষকদের ওপরই বেশি আস্থা রাখছে বলে বিজেপি সূত্রের খবর।
সমীক্ষক কারা?
বছরভর বিভিন্ন সমীক্ষক সংস্থাকে রাজ্যে রাজ্যে সক্রিয় রাখেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। নির্বাচনের প্রার্থী বাছাই হয় সংস্থার রিপোর্টের ভিত্তিতেই । এবার সেই সমীক্ষক সংস্থাই বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি বাছতে বড় ভূমিকা নিতে পারে বলেও মনে করছে বিজেপির সদস্যরা।
সমীক্ষকদের গুরুত্ব
পশ্চিমবঙ্গে ২০২১ এবং ২০২৪-এর বিধানসভা এবং লোকসভা ভোটে প্রার্থিতালিকার উপরে ওই সব সমীক্ষার বিশেষ প্রভাব ছিল,তেমনই দাবি করেছে রাজ্যে বিজেপির একাংশ। আগামী বছর ভোট। সেখানেও এই সমীক্ষক সংস্থার বিশেষ গুরুত্ব থাকতে পারে বলেও মনে করছে বিজেপি সূত্র।
সমীক্ষকদের রিপোর্ট
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। আগে আগেই চলতি বছরই বিজেপির সাংগঠনির রদবদলের কথা। তাই ভোটের আগের বছর সংগঠনকে ঢেলে সাজাতে সমীক্ষা রিপোর্টের ওপরই ভরসা করে রয়েছেন মোদী-শাহরা।
সক্রিয় অমিত রাজ্য
পশ্চিমবঙ্গের বিজেপি সংসগঠনের প্রধান নজরদারির দায়িত্বে রয়েছে অমিত শাহ। অন্যান্য রাজ্যের মত এই রাজ্যেও কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে শেষ সিদ্ধান্ত নেয় অমিত শাহ। প্রয়োজনে রাজ্যে বিজেপির নেতাদের দিল্লিতে ডেকে পাঠিয়ে কথাও বলেন।
বিজেপির দাবি
এই রাজ্যে সক্রিয় অহমেদাবাদ ভিত্তিক একটি সমীক্ষক সংস্থা। এই সংস্থা রাজনৈতিক রণকৌশলও নির্ধারণ করে। এই সংস্থা বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ধরবহিকভাবে রিপোর্ট পাঠায় অমিত শাহকে। বিশেষ রিপোর্ট যায় নরেন্দ্র মোদীর কাছে।
কর্ণাটকের সংস্থা
এই রাজ্যে দায়িত্ব রয়েছে কর্ণাটকের একটি সংস্থার ওপরও। এই সংস্থা রাজ্যের সাংসগঠনিক রদবদল সম্পর্কে পরামর্শদিয়েছে বলে বিজেপি সূত্রের খবর।
ছাড়পত্র কাকে
একাধিক রিপোর্ট গিয়ে পৌঁছেছে বিজেপির দিল্লির দফতরে। তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরুহয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও দাবি বিজেপি সূত্রের।