৫০০ টাকার নোট ধরিয়ে মাছ সব্জি কিনতে ব্যস্ত ২ যুবক, কেলেঙ্কারি ফাঁস হয়ে গেল ভরা বাজারেই

Published : Feb 09, 2025, 06:20 PM IST
500 rupees

সংক্ষিপ্ত

যখন দুই ব্যক্তি বাজারে গিয়ে মাছ ও সব্জী কিনতে শুরু করেন। হাতে তাদের ৫০০ টাকার চকচকে নোট । যে সামগ্রী তারা কিনতে যান সেখানের তারা ৫০০ টাকা দেওয়ার চেষ্টা করতে থাকেন। বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কিনতে শুরু করেন। 

হুগলির উত্তরপাড়ার কোতরং-২ বাজারে রবিবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাজারে মাছ ও সবজি কেনার সময় ৫০০ টাকার জাল নোট ব্যবহার করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় জানালেন, যখন দুই ব্যক্তি বাজারে গিয়ে মাছ ও সব্জী কিনতে শুরু করেন। হাতে তাদের ৫০০ টাকার চকচকে নোট । যে সামগ্রী তারা কিনতে যান সেখানের তারা ৫০০ টাকা দেওয়ার চেষ্টা করতে থাকেন। বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কিনতে শুরু করেন। এমনিতেই রবিবার বলে বাজারে অন্যদিনের থেকে কিছুটা ভিড় বেশি হয়েছিল ।প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও, একজন বৃদ্ধ দোকানদারের বিষয়টি দেখে সন্দেহ হয় হতেই তিনি একটি নোট হাতে নিয়ে ভালোভাবে দেখেন। নোটটি দেখতে নতুন ও কড়কড়ে হওয়ায় তার সন্দেহ মনে দানা বাঁধে। তিনি আশেপাশের অন্য দোকানদারদের ডেকে আনেন এবং তাদের সামনে নোটটি তুলে ধরেন। জানতে চান ওই ৫০০ টাকার নোটটি ঠিক আছে কিনা।

দেখা যায়, ওই নোটটি আসলে জাল। এই ঘটনা জানাজানি হতেই বাজারে শোরগোল পড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ওই দুই ব্যক্তিকে চিহ্নিত করেন । তরপরতা দেখাতেই তাদের মধ্যে একজনকে ধরে ফেলা সম্ভব হয় । ভিড়ের সুযোগে অন্যজন পালিয়ে যান।আটক করা ব্যক্তির কাছে মিলেছিল একটি কালো ব্যাগ। স্থানীয়রা দাবি করেছেন, আরও সাতটি ৫০০ টাকার জাল নোট পাওয়া গেছে সেই ব্যাগে ।পরবর্তীতে ধরা পড়া যুবককে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে যে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কখনও ওই দুই ব্যক্তিকে তারা আগে এই বাজারে দেখেননি। তাদের সন্দেহ প্রকাশ করে বলেন, এই দুই ব্যক্তি সম্ভবত বাইরে থেকে এসে বাজারে জাল নোট ছড়াচ্ছিল।এই ঘটনার ফলে বাজারের ব্যবসায়ীরা এখন আরও সতর্ক হয়েছেন এবং প্রতিটি ক্রেতার কাছ থেকে পাওয়া নোটগুলো ভালোভাবে পরীক্ষা করে তবেই নিচ্ছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ