Bankura: সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে ভারত বিরোধী পোস্টের অভিযোগ, পাক পতাকার উপর দাঁড় করিয়েই যুবককে সবক শেখাল BJP

Published : May 12, 2025, 03:05 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Bankura News: জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর থেকেই তলানিতে ভারত-পাক সম্পর্ক। দুই দেশের এই অস্থির অবস্থার মধ্যে ফেসবুকে ভারত বিরোধী স্লোগান…     

Bankura News: জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর থেকেই তলানিতে ভারত-পাক সম্পর্ক। দুই দেশের এই অস্থির অবস্থার মধ্যে ফেসবুকে ভারত বিরোধী স্লোগান দেওয়ারর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে ধরে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করিয়ে কান ধরে ওঠবোস করিয়ে পুলিশের হাতে তুলে দিল বিজেপি (BJP Bengal)।

সামাজিক মাধ্যমে লাগাতার ভারত বিরোধী এবং পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করায় এবার যুবককে ধরে পাকিস্তানের পতাকার উপরে দাঁড় করিয়ে কানধরে উঠবোস করিয়ে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয় বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার বড়জোড়া বাজার এলাকায়। ধৃত যুবক ইমরান শেখ ওরফে সম্রাটকে সোমবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকা থেকে ফেরি করার উদ্দেশে বেশ কিছুদিন আগে বাঁকুড়ার বড়জোড়া এলাকায় ফেরিওয়ালার কাজ করতে এসেছিল দুই যুবক। ওই দুই যুবকের মধ্যে ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছবি ও লেখা পোস্ট করে। অভিযোগ, ভারতের প্রতি অসম্মানজনক কথাও লেখা হয় তার প্রোফাইলে।

বিষয়টি নজরে আসতেই রবিবার ইমরান শেখ ওরফে সম্রাট নামের ওই যুবক ও তার সঙ্গীকে ধরে প্রথমে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করায় স্থানীয় বিজেপি কর্মীরা। এরপর ওই দুই যুবককে কান ধরে উঠবোস করতে বাধ্য করা হয়। হিন্দুস্তান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদ বলতেও বাধ্য করা হয় তাদের। এরপরই ওই দুই যুবককে তুলে দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশের হাতে। রাতেই বড়জোড়া থানার পুলিশ ইমরান শেখ ওরফে সম্রাটকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ১৯৭(১)(সি), ১৫২,৩৫২ ও ৩৫৩ (১) নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, গত ২২ এপ্রিলের পর থেকেই উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। চলছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। এরই মধ্যে আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ। শুধু তাই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় এবার দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছেন দুই দেশের ডিজিএমও (DGMO)। সরকারি সূত্রে খবর, সোমবার দুপুরে ভারতের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্‌সের অফিসার অর্থাৎ ডিজিএমও রাজীব ঘাই ও পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লার সঙ্গে কথা হবে হট লাইনে। তার আগে অবশ্য প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন ডিজিএমও রাজীব ঘাই। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্থল, নৌ, বায়ুসেনার প্রধানরা।

জানা গিয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। এই বিষয়ে সংবাদ সংস্থা 'ANI' সূত্রে খবর, সোমবার বেলা আড়াইটে নাগাদ ভারতীয় সেনার তরফে সাংবাদিক বৈঠক করা হবে বিস্তারিত তথ্য জানিয়ে। সরকারি সূত্রে খবর, গত শনিবার ভারত ও পাকিস্তানের তরফে DGMO ফোনে কথা বলে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি নিয়ে সমঝোতায় আসে। সেদিনই ফোনে কথা হয় রাজীব ও কাশেফের।

DGMO-এর কাজ কী?

জানা গিয়েছে, এই ডিজিএমও হল ভারতীয় সেনার অন্যতম শীর্ষস্থানীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এই DGMO হল দেশের তিন বাহিনীর প্রধানের কাছে যে কোনও বিষয়ে বিস্তারিত জানিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকেন। শুধু তাই নয়, দেশের সীমান্তে সেনার অভিযান ও বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ ও বাস্তবায়নের দায়িত্বে থাকেন এই ডিজিএমও। এবং বিভিন্ন দেশের সামরিক বাহিীর ডিজিএমও-দের সঙ্গে সমন্বয় বজায় রাখা বা যোগাযোগ রেখে কাজ করেন এই ডিজিএম। সরকারি সূত্রে খবর, শনিবারই যুদ্ধ বিরতি নিয়ে ভারতের DGMO-র সঙ্গে হট লাইনে কথা বলেন পাকিস্তানের ডিজিএমও। তারপরই দুই দেশের তরফে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সমঝোতায় আসা হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের