আবাস যোজনাতেও কারচুপি! ভুল নাম তালিকায় তুলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
আবাস যোজনার তালিকায় ভুতুড়ে নাম! জোর বিপাকে পড়লেন উপভোক্তারা। পঞ্চায়েত এলাকাবাসীদের সূত্র থেকে জানা গিয়েছে, সুদেষ্ণা রায় নামে গ্রাম পঞ্চায়েত এলাকায় এক উপভোক্তার নাম মোট পাঁচবার তালিকায় উঠেছে। তবে সুদেষ্ণা রায়ের স্বামী ও বাবার নাম আমার বদলে গিয়েছে লিস্টে। যে নামগুলি ব্যবহার করা হয়েছে সেই নামে এলাকাতে কেউ থাকেই না। জানা গিয়েছে, সুদেষ্ণা রায়ের নাম থাকলেও তার পরিচয় নিয়ে বেশ সন্দেহ রয়েছে।
তালিকায় মোট পাঁচবার রয়েছে এই নাম, এবং প্রত্যেকবার স্বামী ও বাবার নাম বদলে গিয়েছে। কখনও স্বামীর নাম রয়েছে গুরুপদ মাঝি আবার কখনও মানিক দাস। আবার কখনও নাম হয়ে গিয়েছে শক্তিপদ খাঁ বা বিশ্বনাথ দাস। কিন্তু এই নামের কেউই গ্রামে থাকেন না বলে দাবি করেছেন গ্রামের অন্যান্য বাসিন্দারা।
এই প্রসঙ্গে কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির নেতা গৌতম ঘোষাল জানিয়েছেন, "সরকারি কর্মীদের গাফিলতির কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। শাসকদলকে হেয় করার জন্য এবং টাকা আত্মসাৎ করতে সরকারি কর্মীরা ভূতুড়ে নাম তালিকায় ঢুকিয়েছে। পুরো ঘটনার তদন্ত করা হোক"
বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্যও অভিযোগ করেছেন, "এখন সব ভুয়ো নাম বেরিয়ে এসেছে। তৃণমূল এতদিন এইভাবে টাকা আত্মসাৎ করত। আমরা জানি, সুদেষ্ণা রায় নামে এই এলাকায় কেউ নেই। ভূত বের করার জন্য আমরা তদন্ত চাইছি।"
অন্যদিকে, এলাকার বিডিও জানিয়েছেন, “আমরা সুদেষ্ণা রায় নামে কোনও উপভোক্তাকে খুঁজে পাইনি। তবে এই ভূতুড়ে নামগুলি তালিকায় কীভাবে এসেছে, তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।”