- Home
- West Bengal
- West Bengal News
- ২১ জুলাইয়ের সমাবেশে শুধুমাত্র মমতারই ছবি থাকবে, বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত তৃণমূলের
২১ জুলাইয়ের সমাবেশে শুধুমাত্র মমতারই ছবি থাকবে, বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত তৃণমূলের
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এবার ২১ জুলাইয়ের প্রচারে শুধুমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোস্টারই থাকবে। আর কারও ছবি থাকবে না।

২১ জুলাইয়ের প্রস্তুতি
এক মাসেরও বেশি সময়ের আগেই তৃণমূল কংগ্রেস ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
তৃণমূলের বৈঠক
২১ জুলাইয়ের বৈঠকের প্রস্তুতি বৈঠকও হয়েছে। সুব্রত বক্সীর কার্যালয়ে বৈঠক হয়।
প্রচারবিধি
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এবার ২১ জুলাইয়ের প্রচারে শুধুমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোস্টারই থাকবে। আর কারও ছবি থাকবে না।
সিদ্ধান্ত কার?
তৃণমূল সূত্রের খবর, এই সিদ্ধান্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।
ছবি সমস্যা
এর আগে তৃণমূলের দলীয় সমাবেশে মমতার পাশে অভিষেকের ছবি না থাকা নিয়ে দলের মধ্যে জলঘোলা হয়েছে। শুরুটা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে নেতাজি ইন্ডোরের সমাবেশে।
প্রশ্ন উঠেছিল
সেই সময় প্রশ্ন উঠেছিল কেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কোনও ছবি কেন থাকবে না? সেই প্রশ্ন যাতে আর দ্বিতীয়বার না ওঠে তার জন্য এবার প্রথম থেকেই সচেতন তৃণমূল নেতৃত্ব।
আগামী বছর ভোট
আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই এবার তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ ২১ জুলাইয়ের সমাবেশ।
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বার্তা
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্য়ায় একের পর এক জেলায় সফর করেছেন। তৃণমূলের সংগঠনও গোছাতে শুরু করেছে।
দলের নেতৃত্ব মমতার হাতে
দলের নেতৃত্ব আপাতত নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তা দিয়েছেন, দলের আগামী ১০ বছরও তিনি দলের নেতৃত্ব নিজের হাতে রাখতে চেয়েছিলেন।
জনসমাগমে জোর
তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে জানান হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কারণে ২১ জুলাইয়ের সমাবেশে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সমাবেশে যাতে সবথেকে বেশি মানুষ আসে তার ওপরও জোর দেওয়া হয়েছে।

