'ইডি ও বিজেপির জন্য সহানুভূতি রয়েছে', মার্কিন মুলুক থেকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক দাবি করেছেন, করদাতাদের টাকা খরচ করে ইডি দীর্ঘ দিন ধরে তদন্ত করেও তথ্যপ্রমাণ পেশ করতে ধারাবাহিকভাবে ব্যর্থ।Abhishek Banerjee tmc leader targets ED on social media from US

 

সূদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নিশানা করেন এমফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। চোখের চিকিৎসার জন্য তিনি রয়েছে নিউ ইয়র্কে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে ইডিকে নিশানা করেন। তিনি বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অযোগ্য লোকজন থাকাটা খুবই হতাশাজনক। তারা অনুগ্রহকারীদের তুষ্ট করতে সংবাদমাধ্যমে নিয়ম করে মনগড়়া গল্প ছড়াচ্ছেন। তবে কি সেই গল্প তা নিয়ে কোনও কিছুই বলেননি অভিষেক।

সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক দাবি করেছেন, করদাতাদের টাকা খরচ করে ইডি দীর্ঘ দিন ধরে তদন্ত করেও তথ্যপ্রমাণ পেশ করতে ধারাবাহিকভাবে ব্যর্থ। দেশের সেবা করতে তারা ব্যর্থ। রাজ্য বিজেপি ও ইডি তাঁর বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ইডির সাফল্যের হার মাত্র ০.৫ শতাংশ। তিনি বলেছেন রাজ্য বিজেপি ও ইডির মত দুর্ভাগাদের জন্য তাঁর সহানুভূতি রয়েছে।

Latest Videos

 

 

সম্প্রতি সামনে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রুশ বান্ধবীর কথা। যার অ্য়াকাউন্টে তিনি প্রচুর বেআইনি টাকা রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। কিন্তু তা নিয়ে এখনও কোনও প্রমাণ দাখিল করেনি ইডি। যাইহোক তবে কী বিষয় নিয়ে তিনি ইডিকে নিশানা করেছেন তা অবশ্য প্রকাশ করেননি। যদিও তিনি বিদেশ যাওয়ার আগে ইডি তাঁকে সমস্যায় ফেলেছিল। তাঁর বিদেশযাত্রা আটকাতে একাধিক পদক্ষেপও করা হয়েছিল। যদিও কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল অনুমানের ওপর ভিত্তি করে তদন্ত করা যায় না। অন্যদিকে আগেই সুপ্রিম কোর্ট অভিষেকের বিরুদ্ধে জারি করা লুকআউট নোটিশ নিয়ে কেন্দ্রীয় এজেন্সির সমালোচনা করেছিল। লুক আউট নোটিশের কোনও প্রয়োজন রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছিল। তারপর অবশ্য লুক আউট নোটিশ প্রত্যাহার করে কেন্দ্রীয় সংস্থা।

অন্যদিকে অভিষেকের রক্ষাকবচ মামলায় ইডি কলকাতা হাইকোর্টে জানিয়েছিল নিয়োগ দুর্নীতি হয়েছে ৩০০ কোটি টাকার। কিন্তু মানিক ভট্টচার্যের কাছে থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কোটি টাকা। তারই পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল সব কিছুই কল্পনার ওপর দাঁড়িয়ে রয়েছে। তবে কোন বিষয় নিয়ে অভিষেক ইডিকে নিশানা করেছেন তা স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ

গান্ধীজিকে প্রণাম করে ৪ মাস পরে সংসদে প্রত্যাবর্তন রাহুল গান্ধীর, ভাসলেন উষ্ণ অভ্যর্থনায়

লোকসভায় ৩৫ আসনের টার্গেট বিজেপি-র, ২৩ জেলার জন্য ৪৩ জেলা সভাপতির নামের তালিকা প্রকাশ

'আরব মুসলিম হিসেবে রোমাঞ্চিত', কাশ্মীর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে ঝড় তুললেন ব্রিটিশ-আরব প্রভাবশালী আমজাদ ত্বহা

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন