যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পূর্ব রেল শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে রবিবারেও এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ক্রমবর্ধমান চাহিদার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি শিয়ালদহ ও কল্যাণীর মধ্যে সোম থেকে শনি নতুন এসি লোকালও চলবে।
যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিরাট পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচল নিয়ে নেওয়া হল নয়া সিদ্ধান্ত। এবার থেকে রবিবারেও মিলবে বাড়তি পরিষেবা। শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে এবার চলবে এসি ট্রেন। তাও আবার রবিবার। এরই সঙ্গে মেট্রো যাত্রীদের সুবিধার্থে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ পর্যন্ত চলবে নতুন লোকাল।
25
জানা গিয়েছে, ক্রমে বাড়ছে যাত্রী সংখ্যা। আর এই কারণেই রবিবার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। শিয়ালদহ- রানাঘাট এবং শিয়ালদহ- কৃষ্ণনগর এই দুই রুটে বর্তমানে এসি ট্রেন চলবে। আপাতত শিয়ালদহ, কৃষ্ণনগরের মধ্যে পরীক্ষামূলক ভাবে চলবে ট্রেন।
35
সোমবার থেকে শনিবার শিয়ালদহ থেকে কল্যাণীর মধ্যে নতুন সময় এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার শিয়ালদহ থেকে এসি ট্রেন ছাড়বে সকাল ১১.৫৫ মিনিটে। কৃষ্ণনগর পৌঁছাবে দুপুর ২.১১ মিনিটে। কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ৪.০৫ মিনিটে। পৌঁছাবে সন্ধ্যা ৬.২০ মিনিটে। ট্রেন দাঁড়াবে নৈহাটি, কল্যাণী রানাঘাট-সহ একাধিক স্টেশনে।
এতদিন সোমবার থেকে শনিবার পর্যন্ত চলত এসি ট্রেন। কিন্তু, বর্তমানে এই ট্রেনের চাহিদা এতটা বেড়েছে যে রবিবারেও চলছে ট্রেন। শিয়ালদহ থেকে কল্যাণী এসি লোকাল ছাড়বে দুপুর ৩.১০ মিনিটে। কল্যাণী পৌঁছাবে ৪.৩২ মিনিটে। কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে ৫.০২ মিনিট। শিয়ালদহ পৌঁছাবে সন্ধ্যা ৬.২০ মিনিটে।
55
সব মিলিয়ে এবার যাতায়াত হবে আরও সহজ। শিয়ালদহ- রানাঘাট এবং শিয়ালদহ- কৃষ্ণনগর যাওয়া যাবে এসি ট্রেনে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বাড়ানো হল ট্রেন। এবার রবিবারেও এসি ট্রেন চালাবে পূর্ব রেল।