বিহারে চলছে ভোটারদের বিশেষ নিবিড় সমীক্ষা। ভোটমুখি বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন। আর এটাই এখন সারাদেশে মূল আলোচ্য বিষয়। কারণ, কারা প্রকৃত ভোটার এবং কাদের নাম থাকবে লিস্টে তা নির্ধারণ করা হচ্ছে কমিশনের ১১টি নথির ভিত্তিতে।
25
বাংলার জন্য এসআইআর কতটা যুক্তিযুক্ত বা গুরুত্বপূর্ণ?
এই বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূল আগেই ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে। তৃণমূলের দাবি, বিহারে যা হচ্ছে তা ভোটারদের ভোট অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। আর এবার তৃণমূলের সুরেই সুর মেলালো কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
35
কী বলছেন অধীর চৌধুরী?
এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী দাবি করে বলেন, ‘’বিহারে যা হচ্ছে তা যুক্ত-বিযুক্ত খেলা চলছে। এর আগে মহারাষ্ট্রে দেখলাম ভোট যুক্ত হল আর বিহারের ক্ষেত্রে দেখলাম ভোট বিযুক্ত হল। লোকসভা-বিধানসভা ভোটের মাঝখানে মহারাষ্ট্রে দেখলাম কয়েক লক্ষ ভোটার হঠাৎ করে বেড়ে গেল।''
অধীর চৌধুরী আরও বলেন, ‘’বিহারের ক্ষেত্রে ব্যাপারটা আরও উল্টে গেল। বাংলায় তো জনসংখ্যা বেড়েছে। তাহলে মহারাষ্ট্রের মতো এখানে যুক্ত হচ্ছে না কেন।'' যদিও এই বিষয়ে নির্বাচন কমিশনের যুক্তি যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। সবটাই সংবিধান মোতাবেক বলেও দাবি করা হয়েছে।
55
মিথ্যা অপপ্রচার চলছে
তিনি আরও বলেন, ‘’সোশ্যাল মিডিয়ায় মিথ্য অপপ্রচার চলছে। ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। রাজ্যের সরকার অনেক সময় পাবে ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে। এটা সরকারের দায়িত্ব বাইরের রাজ্যে বাঙালিকে তথ্য দিয়ে সাহায্য করা। রাজ্যের তৎপরতা যত বাড়বে ততই পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত হবে। গেল গেল রব না তুলে মানুষকে প্রকৃত ভোট রক্ষার সুরক্ষা দিতে হবে রাজ্য সসরকারকে।''