Durga Puja Weather Update: পুজোতে কি দুর্যোগ চলবে রাজ্য জুড়েই? বিরাট আপডেট দিল হাওয়া অফিস

পুজোতে কি বৃষ্টি হবে? আবহাওয়া দফতরের তরফে কী আপডেট এল, একবার দেখে নেওয়া যাক।

পুজোতে কি বৃষ্টি হবে? আবহাওয়া দফতরের তরফে কী আপডেট এল, একবার দেখে নেওয়া যাক।

স্পেশ্যাল বুলেটিনে তারা জানিয়েছে, আগামী ৫-৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেইসঙ্গে, ১০ অক্টোবর, অর্থাৎ সপ্তমী থেকে পুজোর শেষ, অর্থাৎ ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানা গেছে।

Latest Videos

যদিও আবহাওয়া দফতর তাদের বুলেটিনে এও বলেছে যে, পুজোর সময় একটানা বৃষ্টি না হলেও, মাঝে মধ্যে এক-দু পশলা করে বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সুতরাং, ঠাকুর দেখতে হলে ছাতা রাখতে হবে সঙ্গে।

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত, উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এমনিতেই নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। জলের তলায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলার একাধিক এলাকা। এদিকে শুক্রবার সকাল থেকে বৃষ্টির জেরে জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত সাংবাদিকদের বলেন, “অক্টোবরের প্রথম দুই সপ্তাহে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়ারও উন্নতি হবে। তবে পশ্চিমের বেশ কিছু জেলাতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।”

অপরদিকে জানা যাচ্ছে, শনিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আবার অক্টোবরের শুরু থেকে বৃষ্টিপাত শুরু হবে। আগামী ১৫ অক্টোবরের পর গিয়ে আবার কিছুটা বৃষ্টি কমবে বলে জানা যাচ্ছে।

এদিকে বাংলা থেকে যে এখনই বর্ষা বিদায় নিচ্ছে না, তা জানিয়ে দিয়েছে দিল্লীর মৌসম ভবনও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari