Published : May 26, 2025, 07:07 AM ISTUpdated : May 26, 2025, 07:14 AM IST
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং নিম্নচাপের কারণে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী এলকায় সমুদ্র উত্তাল হতে পারে। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
511
বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
611
বুধবার থেকে দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বর্ষণ।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
711
সোমবার এই সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও।
811
হাওয়া অফিস এখনও সঠিক দিন বলতে পারেনি বর্ষার। নিম্নচাপের ওপর বর্ষার আগমণ অনেকটাই নির্ভর করছে। দক্ষিণবঙ্গের বর্ষা নির্ভর করছে নিম্নচাপের ওপর।
911
তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এবার আগাম বর্ষার সম্ভাবনা প্রবল। কেরলে বর্ষা এসেছে। অনুকূল পরিস্থিতি থাকলে দুই থেকে এক দিনের মধ্যেই রাজ্যে বর্ষা আসতে পরে।
1011
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে।
1111
কোচবিহার, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পরে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।