‘বন্দে ভারত’ এক্সপ্রেসে কি আবার পাথর-হামলা? নিশ্চিত করে বলতে পারছেন না যাত্রীরা

Published : Jan 09, 2023, 06:45 PM IST
Vande bharat

সংক্ষিপ্ত

নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ঢোকার আগে রেল পুলিশের কর্মীরা খতিয়ে দেখেন। তাঁরা ভাঙা কাচের ছবিও তুলে রাখেন নিজেদের মোবাইল ক্যামেরায়। 

‘বন্দে ভারত’ এক্সপ্রেসে আরও একবার পাথর ছোড়ার অভিযোগ। ট্রেন চলা শুরু হওয়ার মাত্র আট দিনের মধ্যে এখনও পর্যন্ত চার বার পাথর ছোড়ার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের অন্দরে। ৯ জানুয়ারি সোমবার হাওড়া থেকে বন্দে ভারত মালদহে ঢোকার মুখে পাথর ছোড়া হয় বলে অভিযোগ তোলেন কয়েকজন যাত্রী। যদিও সেই যাত্রীরা এও সন্দেহ প্রকাশ করেছেন যে, এই পাথর দু’ একদিন আগে ছোড়া হয়ে থাকতে পারে।

চলতি সপ্তাহের রবিবারও একই অভিযোগ তুলেছিলেন যাত্রীরা। বিহারের বারসোই জংশনের কাছে পাথর ছোড়ার অভিযোগ তুলেছিলেন তাঁরা। যদিও রেলের তরফে সে কথা অস্বীকার করা হয়। একদিনের মধ্যেই আবারও একই অভিযোগ যাত্রীদের। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন পৌঁছনোর পরই বিষয়টি সামনে আসে। যাত্রীদের অভিযোগ, সি৫ কোচে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। যাত্রীদের সিটের পাশের জানলার কাচে এদিন পাথর ছোড়া হয়।

যদিও এক যাত্রী সন্দেহ প্রকাশ করে বলেন, “আজকের নয় মনে হচ্ছে। কারণ আমি পাশেই বসেছিলাম। এটা কাল বা পরশু ঘটে থাকতে পারে।” অপর এক যাত্রী বলেন, “ট্রেন ছাড়ার পর চোখ লেগে গিয়েছিল আমার। ৮টা নাগাদ দেখি ২-৩ জন পুলিশ ভিতরে পরীক্ষানিরীক্ষা করছিল। যে যাত্রীরা ওখানে বসেছিলেন, তাঁদের জিজ্ঞাসা করায় বলছিলেন সাড়ে ৬টা পৌনে ৭টা নাগাদ এটা ঘটেছে। শান্তিনিকেতন বোলপুর স্টেশনের আগে হয়েছে এটা বলছিলেন।”

অন্য এক যাত্রী নিশ্চিত করে বলেন, “বর্ধমানের আগে ঘটনাটি ঘটেছে। চন্দনপুর আর গাংপুরের মাঝে। আমি ছিলাম ৪৫ নম্বর সিটে। হয়েছে ১০ নম্বর সিটের ওখানে। একটা পাথর এসে যে লেগেছে সেটা বোঝা গিয়েছে। কাচ ফেটে গিয়েছে। টিটিই, জিআরপি এসেছিল। কাল রাতেও শুনেছি এই ঘটনা ঘটেছে। আজও দেখলাম। খুবই খারাপ লাগছে। এমন অভিযোগ বারবার উঠছে।”

কাচে পাথর লাগার বিষয়টি নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ঢোকার আগে রেল পুলিশের কর্মীরা খতিয়ে দেখেন। তাঁরা ভাঙা কাচের ছবিও তুলে রাখেন নিজেদের মোবাইল ক্যামেরায়। অধিকাংশ যাত্রীরাই জানিয়েছেন, প্রথমে তাঁরা কিছু বুঝতেই পারেননি। হঠাৎ রেলের কর্মীদের তৎপরতা দেখে ঘটনা সম্পর্কে অবহিত হন। এরপর মালদহ স্টেশন থেকে বাড়তি আরও বেশ কয়েকজন রেল পুলিশ ট্রেনে ওঠেন।


আরও পড়ুন-
বঙ্গে আয়োজিত জি ২০ সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুলে ধরলেন বহুবিধ উন্নয়নের ছবি
অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের গাড়ির চালক ও পরিচারকের আর্থিক লেনদেনে সন্দেহ, নিজামে তলব করল সিবিআই
ময়নাতদন্তের জন্য রাখা দেহ নিয়ে ডাক্তারি-শিক্ষার ওয়র্কশপ! আর জি কর হাসপাতালে মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর ঘটনা

PREV
click me!

Recommended Stories

'আজ প্রমাণ হয়ে গেল মমতা কত বড় তোষণ বাজ ও হিন্দু বিরোধী', মন্তব্য শুভেন্দুর
Humayun Kabir: ‘মমতা-শুভেন্দুর মধ্যে লড়াই হোক…!’ বাবরি মসজিদ শিলান্যাসের দিনই চরম কথা হুমায়ুনের