অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা জবাব তৃণমূলের, চাকরি যাওয়া অঙ্কিতা অধিকারীকে বড় পদ দলে

Published : Jul 13, 2024, 04:39 PM IST
Ankita Adhikari went to work on the instructions of Abhijit Gangopadhyay  Trinamool Congress gave big posts bsm

সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের আগে থেকেই অঙ্কিতা ছিলেন সক্রিয়। নিজের জেলা কোচবিহারে রীতিমত কাজও করেছে। এবার সেই অঙ্কিতাকেই কোচবিহারের জেলা সম্পাদকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস 

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেষে যে অঙ্কিতা অধিকারী চাকরি হারিয়েছিল তাকেই এবার বড় সম্মান দিল তৃণমূল কংগ্রেস। মোটের ওপর নিয়োগ দুর্নীতি মামলা শুরুই হয়েছিল অঙ্কিতা অধিকারীকে দিয়ে। ২০২২ সালে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য। চাকরি গিয়েছিল মন্ত্রীকন্য অঙ্কিতা অধিকারীর। এবার সেই অঙ্কিতাকেও রীতিমত বড় পদ দিয়ে সম্মান জানাল তৃণমূল কংগ্রেস।

যদিও লোকসভা নির্বাচনের আগে থেকেই অঙ্কিতা ছিলেন সক্রিয়। নিজের জেলা কোচবিহারে রীতিমত কাজও করেছে। এবার সেই অঙ্কিতাকেই কোচবিহারের জেলা সম্পাদকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জেলার নেতা অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, এবার লোকসভা নির্বাচনে জলের হয়ে প্রচার করেছেন অঙ্কিতা। প্রচারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন। দলের শীর্ষ নেতাদের নির্দেশেই অঙ্কিতাকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হল।

অন্যদিকে অঙ্কিতা অধিকারী বলেছেন,'লোকসভা নির্বাচনে বাবার সঙ্গে দলের হয়ে কাজ করেছিলাম। প্রচার করেছিলাম. দল ভরসা করে সম্পাদকের পদ দিয়েছে। সাবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।' নিয়োগ দুর্নীতিতে চাকরি খুইয়ে রীতিমত অস্বস্তিতে পড়েছিলেন অঙ্কিতা। পাশাপাশি তাঁকে দুই কিস্তিতে সমস্ত টাকা ফেতর দিতে হয়েছিল। রাজ্যের ইতিহাসে এটাই ছিল সম্ভবত প্রথম , যে সরকারি চাকরি খুইয়ে গোটা বেতনের টাকাও ফেরত দিতে হয়েছিল। যাইহোক তৃণমূল কংগ্রেসে বড় পদ পেয়ে এবার কিছুটা হলেও স্বস্তিতে অঙ্কিতা।

সম্প্রতি যে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কমলের খোঁচায় অঙ্কিতা চাকরি হারিয়েছিলেন সেই বিচারপরই কলকাতা হাইকোর্টের পাট চুকিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। তমলুক থেকে তিনি সাংসদ হয়েছেন। আগামী দিনে রাজনীতির ময়দানে অভিজিৎ ও অঙ্কিতার মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

Death In sleep: ঘুমের মধ্যেই মৃত্যু প্রশান্ত তামাংয়ের, কেন মানুষ ঘুমের মধ্যে নীরবে মারা যায়?
WB Government Holidays: রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, টানা ৪ দিন ছুটি, ঘোষণা সরকারের