নিয়োগ দুর্নীতি মামলায় জেলে যেতে পারেন তৃণমূলের আরও এক বিধায়ক? এবার এই হেভিওয়েট নেতাকে তলব CBI-র

জেরার পাশাপাশি গত বছর এই তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালায় CBI। বাড়ি ছাড়াও তার অফিস, আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন গোয়েন্দারা। 

Parna Sengupta | Published : Jun 21, 2024 9:48 AM IST

ফের সিবিআইয়ের জালে তৃণমূলের এক হেভিওয়েট নেতা। এবার পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পর সিবিআই তলব করল এক তৃণমূল বিধায়ককে। নিয়োগ দুর্নীতি কান্ডে এই বিধায়ক জড়িত বলে মনে করছে সিবিআই। চাকরি কেলেঙ্কারি মামলায় তাপস সাহাকে শুক্রবারই নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।

সূত্রের খবর, তাপস ছাড়াও এই মামলায় আরও ৩ জনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত জেরার পাশাপাশি গত বছর এই তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালায় CBI। তাপসের বাড়ি ছাড়াও তার অফিস, আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন গোয়েন্দারা। তাপসবাবুর ২ টি ফোন-সহ একাধিক নথি নেন তদন্তকারীরা।

Latest Videos

সিবিআই আগেই একাধিকবার তাপস সাহার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তোলে। গত বছর তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপরই বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল এজেন্সি।

তাপসের বিরুদ্ধে বেশ কিছু নথি পোড়ানোর অভিযোগ উঠেছিল। পুকুরপাড়ে বেশ কিছু প্রমাণও মিলেছিল। পরে সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিল সিবিআই। যদিও তাপসের বাড়ি থেকে সেরম কিছু মেলেনি। ১৫ ঘণ্টার তল্লাশির পর খালি হাতেই বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই।

যদিও এই প্রথম নয়, এর আগেও তাপসকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এই নিয়ে দ্বিতীয়বার তলব। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা। এদিন তিনি হাজির হবেন কিনা সেটাই দেখার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News