SIR-র ভিত্তিতে বাদ পড়ল ১০ লক্ষ নাম, মৃত ভোটার সংখ্যা ৬.৫ লক্ষ, দাবি কমিশনের

Published : Nov 25, 2025, 08:38 AM IST
vote chori

সংক্ষিপ্ত

নির্বাচন কমিশনের নতুন SIR পদ্ধতির ওপর ভিত্তি করে ভোটার তালিকা থেকে প্রায় ১০ লক্ষ নাম বাদ পড়েছে। এর মধ্যে ৬.৫ লক্ষ মৃত ভোটার বলে জানা গেছে এবং বাকিরা স্থানান্তরিত বা নিরুদ্দেশ। 

ভোটার তালিকার বিশেষ সংশোধন করতে চালু হল SIR। আর এই SIR-র ওপর ভিত্তি করে বাদ পড়েছে প্রায় ১০ লক্ষ ভোটারের নাম। এমনই তথ্য দিল নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, প্রতিদিনই তথ্য আসছে। আপাতত বুথ লেভেল অফিসার-দের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে। তাঁর বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সব এনুমারেশন ফর্ম দেওয়ার পর চূড়ান্ত হিসেব পাওয়া যাবে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা অনেক বেশি হবে।

প্রসঙ্গত, প্রথমে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা ফর্ম বিলি করেছেন। পরে সেই ফর্ম সংগ্রহ করেছেন। এর পরই প্রায় ১০ লক্ষ্যের ফর্ম পূরণ না হয়ে ফেরত এসেছে। এদের মধ্যে ৬.৫ লক্ষ মৃত। তাছাড়া আছেন নিরুদ্দেশ, স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম আছে। বাদ পড়ার ক্ষ্তের শতাংশের বিচারে উত্তর কলকাতা এগিয়েছ।

কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহে পুরো তথ্য আসবে। তখন দেখা যাবে এই সংখ্যা কত হয়। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

কমিশন জানাচ্ছে, ২৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৬৪ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। খুবই অল্প সংখ্যক ফর্ম বিতরণ হয়েছে। যার মধ্যে পূরণ করে ফেরত এসেছে ৪ কোটির বেশি। এখনও চলছে কাজ।

এদিকে এখনও পর্যন্ত যা কাজ হয়েছে, তাতে এগিয়ে পাঁচ জেলা। পূর্ব বর্ধমানে ৬৬.৪৭ শতাংশ, আলিপুরদুয়ারে ৬৬.৪১ শতাংশ, উত্তর দিনাজপুরে ৬৫.৪৩ শতাংশ, মালদহতে ৬৬.২৩ শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে ৬৫.২৭ শতাংশ কাজ হয়েছে। ১২১ জন বিএলও ইতিমধ্যে ১০০ শতাংশ কাজ সেরে ফেলেছেন।

গত ৪ নভেম্বর থেকে চলছে কাজ। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া হয়। এ রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। এখনও ফর্ম বিলি হয়েছে ৭,৬৪,৪৮,০০৬ টি। প্রায় ২ লক্ষের হাতে ফর্ম পৌঁছানো বাকি। ডিজিটাইজ করা হয়েছে ৪,২৮,৯৮,৩৫০টি ফর্ম।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন