News Round UP: প্রাথমিক টেটের ভুল প্রশ্নে নম্বর দেওয়া থেকে দ্বিতীয় টেস্টে ম্যাচেও খারাপ জায়গায় ভারত, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Nov 24, 2025, 08:34 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

News Round UP:  সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. এবার ২০১৭ ও ২০২২ সালের প্রাথমিকের টেটে প্রশ্ন ভুলের মামলায় বড় নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। বিশেষজ্ঞ রিপোর্ট অনুযায়ী ২০১৭ এর টেটে একটি মাত্র প্রশ্ন ও তার উত্তর ভুল ছিল। তার জন্য সমস্ত অনুত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে যাঁরা এর জন্য কোনও নম্বর পাননি, তাঁদের এক নম্বর করে দেওয়া হবে। যাঁরা এই এক নম্বর পেয়ে পাশ করবেন, তাঁরা ২০২৫ সালের টেটের বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। বিশদে জানতে আরও পড়ুন…

প্রাথমিক টেটের ভুল প্রশ্নের উত্তরে মিলবে নম্বর, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

২. নিয়ন্ত্রণ হারিয়ে পুলকার উল্টেগেল পুকুরে। মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়। এই দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার সময়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, স্কুল থেকে ৫ জন পড়ুয়া নিয়ে ফিরছিল পুলকারটি। বিশদে জানতে আরও পড়ুন…

৫ জনকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েগেল পুলকার, মৃত্য়ু ৩ পড়ুয়ার

৩. বিচারপতি সূর্য কান্ত ভারতের ৫৩তম প্রধান বিচারপতি (CJI) হলেন। তিনি বিচারপতি বি.আর. গাভাইয়ের জায়গায় দ্বায়িত্ব ভার নিলেন। তিনি প্রায় ১৫ মাস এই পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান, যেখানে সাতটি দেশের প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন। বিশদে জানতে আরও পড়ুন…

CJI 2025: ভারতের ৫৩তম প্রধান বিচারপতি সূর্য কান্ত! জানুন তাঁর ৫ যুগান্তকারী রায় সম্পর্কে

৪. মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তির খসড়া মেনে নেওয়ার জন্য ইউক্রেনকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (donald trump news today ukraine)। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে যে, যুদ্ধ শেষ করার জন্য শান্তি আলোচনার জন্য তারা ইউক্রেনের উপর আরও চাপ তৈরি করছে (Donald Trump Ukraine News)। বিশদে জানতে আরও পড়ুন…

Donald Trump Ukraine News: "মাত্র এক সপ্তাহ সময়!" শান্তিচুক্তি মানতে ইউক্রেনকে ট্রাম্পের হুঁশিয়ারি?

৫. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে চলা দ্বিতীয় টেস্টে ম্যাচেও খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া (indian cricket team news)। তৃতীয় দিনের খেলা শেষে, ভারত ৩১৪ রানে পিছিয়ে আছে। সবথেকে বড় বিষয়, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এখনও একটি উইকেটও ফেলতে পারেনি ভারত (India vs South Africa Test 2025)। বিশদে জানতে আরও পড়ুন… 

Indian Cricket Team: "গম্ভীরকে সরান, ভারতীয় ক্রিকেটকে বাঁচান!" BCCI-এর কাছে আর্জি সমর্থকদের

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১৯ ডিসেম্বরই সুপ্রিম কোর্ট ঘোষণা করবে DA মামলার রায়? জল্পনা সরকারি কর্মীদের মধ্যে
Suvendu Adhikari: হুমায়ুন সাসপেন্ড হতেই ভয়ঙ্কর কথা শুভেন্দুর! পাশাপাশি ধুয়ে দিলেন মমতাকেও