বাংলার সরকারি কর্মীদের জন্য খারাপ খবর! ডিএ মামলার রায় নিয়ে বড় আপডেট

Published : Dec 18, 2025, 03:41 PM IST

ডিএ বা Dearness Allowance-এর আশায় দিন গুণছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। ডিএ মামলার (Dearness Allowance) রায় কবে বেরোবে? মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার রায় কি আদৌ এ বছরের বেরোবে? এবার মিলল খারাপ খবর।

PREV
17

দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলার রায় ঘোষণা নিয়ে রাজ্যজুড়ে সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ। ডিএ মামলার (Dearness Allowance) রায় কবে বেরোবে? মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার রায় কি আদৌ এ বছরের বেরোবে? সবমিলিয়ে সরকারি কর্মীদের জল্পনা ও উৎকণ্ঠা তুঙ্গে।

27

ডিএ মামলা সংক্রান্ত আপডেট (Dearness Allowance)

গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। ডিসেম্বর মাসও অর্ধেক পেরিয়ে শেষের পথে। সর্বশেষ আপডেট অনুযায়ী, এখনও সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের কোনো কজলিস্ট বা কার্যতালিকা প্রকাশিত হয়নি।

37

এই সপ্তাহের মধ্যে ডিএ মামলার রায় ঘোষণা হবে কি না, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। উল্লেখ্য, যদি এই মামলার রায় না প্রকাশিত না হয়, তবে এই বছর রায় বেরোনোর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ, সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে।

47

জানিয়ে রাখি, ২২শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি চলবে। এরপর শনি ও রবিবার কাটিয়ে ৫ই জানুয়ারি সুপ্রিম কোর্ট পুনরায় খুলবে।

57

অর্থাৎ ২০২৫ সালে ডিএ মামলার রায়দান নাও হতে পারে, যেমনটা আগে আশঙ্কা করা হচ্ছিল। জানুয়ারি মাসে ফের আদালত খোলার পর যেকোনো দিন এই রায় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

67

প্রসঙ্গত, বর্তমানে “Heard and Reserved” রয়েছে ডিএ মামলার রায়। ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চই ডিএ মামলার রায়দান করবে।

77

তবে কবে সেই রায় সামনে আসবে সেই সংক্রান্ত কোনও আপডেট এখনও সুপ্রিম কোর্ট দেয়নি। এখন এই সপ্তাহে এই মামলার রায় আসে কিনা সেই দিকেও নজর রাখছেন সরকারি কর্মীরা।

Read more Photos on
click me!

Recommended Stories